এপার-ওপার দুই বাংলাকেই মুগ্ধ করেছেন জয়া! তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য জানুন ছবিতে
জয়া আহসান বাংলাদেশের হলেও, কলকাতাতেও তাঁর ভক্তের সংখ্যা কম নয়। টলিউডে বেশ পাকাপাকি জায়গা করে ফেলেছেন জয়া। তাঁর অভিনয়ের সঙ্গে স্নিগ্ধ সৌন্দর্যেও মুগ্ধ বাঙালি দর্শক। অভিনেত্রীকে চিনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
swaralipi dasgupta | Published : Jul 25, 2019 6:47 PM
৯-এর দশকে কেরিয়ার শুরু করেন জয়া আহসান। কেরিয়ারের শুরু হয় টেলি সিরিয়ালে অভিনয় ও মডেলিং থেকে।
তবে অভিনয়ের কথা জানলেও, অনেকেই জানেন না জয়া আহসান ভালো গানও গাইতে পারেন। শাস্ত্রীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা কোর্সও করেছেন তিনি।
প্রথমে মডেলিং দিয়ে কাজ শুরু করলেও, পরে পড়াশোনার জন্য মডেলিং ছেড়ে দেন তিনি। এক সময়ে বাংলাদেশের এক সংবাদপত্রে সাংবাদিক হিসেবেও কাজ করেন তিনি।
জয়ার প্রথম ছবির নাম ব্যাচেলর (২০০৪)। এটি বাংলাদেশের ছবি। এর পরে গেরিলা (২০১১) ও চোরাবালি (২০১২) ছবির জন্য প্রশংসা পেয়েছিলেন তিনি।
এর পরেই শুরু হয় কলকাতায় কাজ। প্রথম ছবি অরিন্দম শীল পরিচালিত আবর্ত (২০১৩)। এর পরে কলকাতায় একটি বাঙালি ভূতের গপ্পো, রাজকাহিনি, ঈগলের চোখ, বিসর্জন, এক যে ছিল রাজা, ক্রিসক্রস, বিজয়া ছবিতে অভিনয় করেন।
ইন্দ্রনীল রায়চৌধুরীর ভালোবাসার শহর স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেও প্রশংসা পান তিনি।
ছবিতে অভিনয়ের জন্য বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।