শিক্ষক-ছাত্রীর রোম্যান্সই আনছে TRP, 'এখানে আকাশ নীল'-কে কীভাবে টেক্কা দিল 'মোহর'

শাশুড়ি-বউমার ড্রামা হোক, নায়ক-নায়িকার প্রেম, ভারতীয় ধারাবাহিকে এক সাংঘাতিক ওয়েভ এেছিলেন টেলিভিশন ক্যুইন একতা কাপুর। বছর দশেক আগে এই একতাই এক ট্রেন্ড এনেছিলেন হিন্দি ধারাবাহিক। বস এবং কর্মীর মধ্যে প্রেম। প্রথম নোকঝোক তারপরই প্রেমালাপ। সঙ্গে অবশ্যই রয়েছে বিচ্ছেদ, ভুল বোঝাবোঝি, মান অভিমান। এই ট্রেন্ডই গত দশ বছর ধরেই রমরমিয়ে চলছে ধারাবাহিকের বাজারে। একতার দেখানো পথে হাঁটছে বাংলা ধারাবাহিকগুলিও। 

Adrika Das | Published : Sep 29, 2020 6:07 PM IST / Updated: Sep 30 2020, 07:04 AM IST
19
শিক্ষক-ছাত্রীর রোম্যান্সই আনছে TRP, 'এখানে আকাশ নীল'-কে কীভাবে টেক্কা দিল 'মোহর'

যেমন মোহর ধারবাহিকটিও হল ছাত্রী এবং শিক্ষকের প্রেম নিয়ে। মোহরের স্যার হল শঙ্খদীপ। 

29

শঙ্খদীপের সঙ্গে মান অভিমানের পালা চলতে চলতেই তা বদলেছে প্রেমের কাহিনিতে। 

39

যদিও জোর কদমে রোম্যান্স এখনও শুরু হয়নি ধারাবাহিকটিতে। তার আগের স্টেজেই রয়েছে মোহর এবং শঙ্খদীপ।

49

সেই প্রেমের কাহিনিই এখন তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে বাঙালি দর্শক। গত সপ্তাহে টিআরপির তালিকায় দুই নম্বরে ছিল 'মোহর'।

59

এই সপ্তাহে 'কৃষ্ণকলি'র রেকর্ড ছাঁপিয়ে প্রথম স্থান অধিকার করেছে এই ধারাবাহিক। 

69

তবে এই টিআরপির তালিকায় নেই জনপ্রিয় ধারাবাহিক এখানে আকাশ নীল। সেখানেও গল্প সেই স্যার ও ছাত্রীর। 

79

উজান-হিয়া বলতে দর্শকরা এক ঢোক জল বেশই খায়। এই ধারাবাহিকটি বন্ধ হওয়ার খবর পেতেই প্রতিবাদ শুরু করেছে দর্শকমহল।

89

তাহলে এই ধারাবাহিক কেন নেই টিআরপির তালিকায়। একই পথে হাঁটছে এখানে আকাশ নীল। তবুও নেই কোনও উন্নতি। 

99

তবে কি এই কারণেই বন্ধ হচ্ছে এখানে আকাশ নীল। মোহর এবং শঙ্খদীপের রোম্যান্স শুরু না হতেই টিআরপি চড়চড় করে বেড়ে চলেছে এদিকে মুখ থুবড়ে পড়ছে এখানে আকাশ নীল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos