শার্টের ফাঁকে উঁকি মারছে অন্তর্বাস, লকডাউনে পারদ চড়ালেন 'ত্রিনয়নী'র জ্যাসমিন

করোনা আতঙ্কে গোটা বিশ্বে লকডাউন। বন্ধ হয়ে গিয়েছে বিনোদন জগতের সমস্ত মাধ্যমের শ্যুটিং। যার কারণে সবচেয়ে বেশি হতাশ হয়েছেন সিরিয়াল প্রেমীরা। তাদের পছন্দের সমস্ত ধারাবাহিকের এখন বন্ধ। পুরনো এপিসোড গুলোই সম্প্রচারিত করা শুরু হয়ে গিয়েছে। ধারাবাহিকের নায়ক-নায়িকা এবং অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা লকডাউনের মাঝেই শুরু করে দিয়েছেন ভক্তদের মনোরঞ্জন করা। 
 

Adrika Das | Published : Mar 28, 2020 10:54 AM IST
110
শার্টের ফাঁকে উঁকি মারছে অন্তর্বাস, লকডাউনে পারদ চড়ালেন 'ত্রিনয়নী'র জ্যাসমিন
'ত্রিনয়নী' ধারাবাহিকের ভ্যাম্প অর্থাৎ খলনায়িকা জ্যাসমিন রায় সোশ্যাল মিডিয়ার সেনসেশনের মধ্যে একজন।
210
তাঁর একটি ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় নিমেষে। আর এখন লকডাউনের সময় ভাইরাল হওয়া আরও সহজ।
310
নিত্যদিন তিনি লকডাউনে বাড়িতে কী কী করছেন জানতে আগ্রহী তাঁর ভক্তরা। ভক্তদের অনুরোধ ফেলে দেওয়ার অভিনেত্রী জ্যাসমিন নন।
410
তাই নিজের ইনস্টাগ্রামে প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করে বেড়াচ্ছেন। সম্প্রতি তাঁর ডেনিম শার্ট পরা ছবিটি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনের।
510
পরণে কেবল ওই ডেনিম শার্ট। শার্টের হাতার এক সাইড নেমেই যেতেই উঁকি মারছে জ্যাসমিনের অন্তর্বাস।
610
যা অভিনেত্রীর হটনেস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তাঁর যে সফ্ট টয়ের প্রতি ভালবাসাটা একটু বেশি তা এই ছবি দেখেই বোঝা যাচ্ছে।
710
প্রতিটি ছবি টেডিকে জড়িয়ে ধরে আপলোড করেছেন জ্যাসমিন। টেডির সঙ্গে ছবি তুলতে তুলতে তিনি যে কখন ছেলেবেলায় হারিয়ে গিয়েছিলেন তা তিনি নিজেও টের পাননি।
810
টেডির পাশাপাশি নিজের প্রেমিকের সঙ্গে ছবি আপলোড করেছেন জ্যাসমিন। টেলি অভিনেতা গৌরব মন্ডলের সঙ্গে বহুদিনের সম্পর্ক জ্যাসমিনের।
910
কোয়ারেন্টাইনে তাঁর সঙ্গেই সারাদিন কাটাচ্ছেন অভিনেত্রী। তাঁদের এই দুষ্টু-মিষ্টি প্রেমের কারণে নেটিজেনের কাছে তাঁরা সেরা জুটি।
1010
জ্যাসমিনকে এই অবতারে দেখে নেটিজেনরা এক কথায় তাঁকে বং ক্রাশ হিসেবে সম্বোধন করেছে।
Share this Photo Gallery
click me!

Latest Videos