সুয়োরানি-দুয়োরানির গল্প ছেলেবেলায় কার না পছন্দ ছিল। দাদু-দিদার কাছে এই গল্প শোনা রূপকথার গল্পে মন ভরল সকলের। আজ সেসব দিন হারিয়েছে। দাদু-দিদাদের সঙ্গে থাকার সুযোগ হারিয়েছে আমাদের। এবার সেই রূপকথা লাইট ক্যামেরার রূপে আসতে চলেছে ছোটপর্দায়। ধারাবাহিক ক্ষীরের পুতুল আমাদের ফিরে নিয়ে যাবে ছেলেবেলার দিনগুলিতে। অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল এবার বিনোদনের পর্দায়। জি বাংলায় আসছে ক্ষীরের পুতুল ধারাবাহিক। যার টিজার ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।