অভিনয়ের আগেই 'কৃষ্ণকলী'র নীলের ফ্যান বেস, তাবড় তাবড় হিরোদের হার মানাবে 'নিখিল'

'ঠিক যেন লাভ স্টোরি' ধারাবাহিকটি মোটামোটি আজও সকল বাঙালি দর্শকরা মনে রেখেছে। এই ধারাবাহিকের হাত ধরেই বাংলা বিনোদন জগতে আবির্ভাব অভিনেতা নীল ভট্টাচার্যের। সেখান থেকেই শুরু হল তাঁর এক ভিন্ন ফ্যান বেস। বেশ বড়সড় ফ্যান ফোলোয়িং আগে থেকেই ছিল নীলের। যে সময় তিনি মডেলিং করতেন। সাউথ পয়েন্টের ছেলে নীল। সেই সময় অভিজিৎ নাম ছিল তাঁর। নীল, বরাবরই তাঁর ডাক নামের মত। সকলে ভালবেসেই তাঁকে এই নামে ডাকে। যার জেরে এই নামেই করে ফেলেন ডেবিউ। 

Adrika Das | Published : Sep 2, 2020 7:05 AM IST
18
অভিনয়ের আগেই 'কৃষ্ণকলী'র নীলের ফ্যান বেস, তাবড় তাবড় হিরোদের হার মানাবে 'নিখিল'

সাউথ পয়েন্টে পড়াশোনা করাকালীনই মেয়েদের মধ্যে তাঁকে নিয়ে ছিল উত্তেজনা। সেই সময় যাকে বলত ক্রেজ। 

28

দিনের পর দিন মেয়েরা ক্রাশ খেয়েছে তাঁর জন্য। বিনোদন ইন্ডাস্ট্রিতে এসে তাঁকে গ্রুমিংয়ের মধ্যে পড়ে গুডলুকিং হতে হয়নি। 

38

তিনি প্রথম থেকেই দেখতে ভাল ছিলেন। এবং সঙ্গে চার্মিং অ্যাটিটিউডের জন্যই মেয়েরা এক দেখাতেই প্রায় প্রেমে পড়ার জোগাড়। 

48

সাউথ পয়েন্ট থেকে জেভিয়ার্স কলেজে পড়াশোনা। সেখানে এক নতুন ফ্যান বেস তৈরি হয় নীলের। 

58

কলেজের মধ্যেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। অবশ্যই নিজের গুডলুকসের জন্য। 

68

সেই সময় 'সিক্যুয়েন্স' নামক এক ফ্যাশন গ্রুপের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নীল।
 

78

মডেলিংয়ের প্রতি ঝোঁক ছিল বলেই 'সিক্যুয়েন্স'র সঙ্গে তিনি শুরু করেন বিভিন্ন মডেলিং শো-তে অংশগ্রহণ করা। সেই ফ্যাশন শো-তে ছিলেন বনি সেনগুপ্ত এবং হিন্দোলা চক্রবর্তীও। 

88

ছবিতে উপস্থিত তাঁরাও। বিভিন্ন ফ্যাশন শো-র মাধ্যমে অন্যান্য কলেজেও ছিল নীলের ভক্তরা। নীলকে চোখের দেখা দেখার জন্যই কলেজ ফেস্টে জমত ভীড়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos