'ঠিক যেন লাভ স্টোরি' ধারাবাহিকটি মোটামোটি আজও সকল বাঙালি দর্শকরা মনে রেখেছে। এই ধারাবাহিকের হাত ধরেই বাংলা বিনোদন জগতে আবির্ভাব অভিনেতা নীল ভট্টাচার্যের। সেখান থেকেই শুরু হল তাঁর এক ভিন্ন ফ্যান বেস। বেশ বড়সড় ফ্যান ফোলোয়িং আগে থেকেই ছিল নীলের। যে সময় তিনি মডেলিং করতেন। সাউথ পয়েন্টের ছেলে নীল। সেই সময় অভিজিৎ নাম ছিল তাঁর। নীল, বরাবরই তাঁর ডাক নামের মত। সকলে ভালবেসেই তাঁকে এই নামে ডাকে। যার জেরে এই নামেই করে ফেলেন ডেবিউ।