চুম্বন থেকে শয্যাদৃশ্য নয়া অবতারে ধরা দিলেন এই অভিনেত্রী, চিনে নিন তাকে

সালটা ২০১১। 'সবিনয় নিবেদন' টেলিসিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু হয়েছিল মধুমিতার। বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার।  'পাখী', 'ইমন' চরিত্রের জন্যই প্রবল জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী। নিজের পরিচিতিতে নয় বরং সিরিয়ালের নামের পরিচিতিতেই যেন একডাকে সবাই চেনে তাকে। সম্প্রতি টেলিজগতের গন্ডি পেরিয়ে বড়পর্দায় জনপ্রিয় মুখ মধুমিতা। এর পাশাপাশি চেনা ছক ভেঙে নিজেকে হট অবতারে মেলে ধরছেন অভিনেত্রী। তার মধ্যেই একের পর এক হট ফটোশ্যুটে ঘুম উড়োচ্ছেন পুরুষদের।  উষ্ণ আবেদনময়ী মধুমিতার রইল কিছু হটকে ছবি। 

Riya Das | Published : Jan 17, 2020 4:58 AM IST / Updated: Feb 06 2020, 04:03 PM IST
120
চুম্বন থেকে শয্যাদৃশ্য নয়া অবতারে ধরা দিলেন এই অভিনেত্রী, চিনে নিন তাকে
লাইমলাইট থেকে ব্যক্তিগত জীবন সবেতেই কৌতুহলী দর্শক। কিন্তু দর্শকদের সেই কৌতুহলকে বজায় রেখে মধুমিতা রয়েছেন খোশমেজাজে।
220
বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার।
320
কাজ করতে এসেই মন দেওয়া হয়েছিল দুজনের। তারপর চুটিয়ে প্রেম। রিল লাইফের সম্পর্ক রিয়েল লাইফে পরিণতি পায় ৪ বছর আগে অর্থাৎ ২০১৫ সালে বিবাহ বন্ধনীতে আবদ্ধ হন মধুমিতা সরকার এবং সৌরভ চক্রবর্তী।
420
তার মধ্যেই একের পর এক উষ্ণ ফটোশ্যুটে ঘুম উড়োচ্ছেন পুরুষদের।
520
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ঘুরতে যাওয়ার বেশ কিছু ছবি শেয়ার করেছেন মধুমিতা। প্রতিটি ছবিতেই নিজেকে অন্য রূপে তুলে ধরেছেন অভিনেত্রী।
620
ছবিগুলি পোস্ট করা মাত্রই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। একের পর এক কমেন্টে ভর্তি হয়ে গেছে তার কমেন্ট বক্স।
720
অভিনয় নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন মধুমিতা। তার পরিধিও বিশাল বড়।
820
শুধু এপারেই নয়, ওপার বাংলাতেও সমান জনপ্রিয় তিনি।
920
তার রূপের সৌন্দর্যেও মোহিত আট থেকে অষ্টাদশী।
1020
এখানেই শেষ নয়,গুগল সার্চের শীর্ষেও রয়েছেন আবেদনময়ী অভিনেত্রী।
1120
আপকামিং ছবি 'লভ আজ কাল পরশু' ছবিতে দেখা যাবে মধুমিতাকে। অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে।
1220
স্যুইমিং পুলে জলের তলায় চুম্বন থেকে শুরু করে ঘনিষ্ঠ শয্যাদৃশ্যে তিনি রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন নেটদুনিয়ায়।
1320
ছবির টিজারে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া।
1420
গোলাপি রঙের বিকিনিতে আবেদনময়ী রূপে সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী।
1520
নিজেই নিজের আপন মর্জির মালিক, এটাই হল মধুর ভাল থাকার মন্ত্র। গতে বাধা জীবন থেকে বেরিয়ে নতুনের সন্ধানে সর্বদাই ব্যস্ত এই বঙ্গতনয়া।
1620
ছবির গানে অর্জুনের বিপরীতে বেশ সাবলীল ভাবেই তাকে দেখা গিয়েছে।
1720
কিছুদিন আগে অষ্ট্রেলিয়া বেড়াতে গিয়ে প্রচুর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
1820
আরও একবার বোল্ড লুকে ধরা দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার।
1920
ধারাবাহিকের পাখির সঙ্গে এই মধুমিতা কোনও মিল নেই। এ যেন অন্য পাখি।
2020
ইতিমধ্যেই ছবির গানও জনপ্রিয়ও হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি মেতে চলেছে এই ছবি।
Share this Photo Gallery
click me!

Latest Videos