Published : Apr 11, 2020, 04:38 PM ISTUpdated : Apr 11, 2020, 05:07 PM IST
লাভ আজকাল পরশু ছবিতে ডেবিউ করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন মধুমিতা সরকার। যদিও মধুমিতা জনপ্রিয়তা পেয়েছিলেন বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের হাত ধরে। ছোটপর্দায় মধুমিতাকে দর্শক পাখি ঘোষ দস্তিদার হিসেবে বেশ পছন্দ করেছিল। টেলি জগতে সবচেয়ে পছন্দের অভিনেত্রী হওয়ার পরই বড়পর্দায় প্রতিম ডি গুপ্তার সঙ্গে কাজের সুযোগ হয় মধুমিতার।