ছোটপর্দার পাখি এখন 'সুপারহট', সোশ্যাল মিডিয়ায় ফলোয়াড়ের বন্যা

লাভ আজকাল পরশু ছবিতে ডেবিউ করেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন মধুমিতা সরকার। যদিও মধুমিতা জনপ্রিয়তা পেয়েছিলেন বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের হাত ধরে। ছোটপর্দায় মধুমিতাকে দর্শক পাখি ঘোষ দস্তিদার হিসেবে বেশ পছন্দ করেছিল। টেলি জগতে সবচেয়ে পছন্দের অভিনেত্রী হওয়ার পরই বড়পর্দায় প্রতিম ডি গুপ্তার সঙ্গে কাজের সুযোগ হয় মধুমিতার।

Adrika Das | Published : Apr 11, 2020 11:08 AM IST / Updated: Apr 11 2020, 05:07 PM IST
110
ছোটপর্দার পাখি এখন 'সুপারহট', সোশ্যাল মিডিয়ায় ফলোয়াড়ের বন্যা
লাভ আজ কাল পরশু ছবির মাধ্যমে একের পর এক সারপ্রাইজ দিয়ে গিয়েছেন মধুমিতা।
210
প্রথমত, নিজেকে পুরোপুরি গ্রুম করে দর্শকের সামনে অন্য রূপ তুলে মুগ্ধ করেছেন অভিনেত্রী।
310
দ্বিতীয়ত, ডেবিউ ছবিতেই ছবির চরিত্রে অনেকগুলি শেড ছিল। ছোটপর্দার মধুমিতার অভিনয় ক্ষমতা কতখানি তারও প্রমাণ পাওয়া গিয়েছে।
410
তৃতীয়ত, প্রথম ছবিতেই অর্জুন চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অনভিনয় করাটা একেবারেই কঠিন ছিল না মধুমিতার কাছে।
510
বেশ সাবলিল ভাবেই দৃশ্যগুলি শ্যুট করেছেন তিনি। প্রথম ছবিতেই অর্জুন তার সঙ্গে প্রতিমের মত পরিচালকের সঙ্গে কাজ।
610
একে একে সারপ্রাইজের চটে মধুমিতার ভক্তরা পুরো বেশামাল। সম্প্রতি আরও একটি পার্থক্য দেখা দিয়েছে তাঁর মধ্যে।
710
টলিউডে ডেবিউ করার পর থেকেই মধুমিতার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে এসেছে পরিবর্তন।
810
আগে তিনি এতটাও অ্যাক্টিভ ছিলেন না ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে। এখন নিত্যদিন কোনও না কোনও পোস্ট।
910
সম্প্রতি করোনা ভাইরাস নিয়েও সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। কীভাবে সঠিক উপায় হাত ধুতে হয় সেই ভিডিও পোস্ট করেন তিনি।
1010
এমনকি কোয়ারেন্টাইন জীবন কেমন কাটছে তাঁর সে নিয়েও বিভিন্ন পোস্ট করতে থাকেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos