Carefree হয়েই 'তোমায়' খুঁজে পেলাম, সমুদ্রসৈকতে কার সঙ্গে রোম্যান্সে মজলেন মিমি

ব্যক্তিগত জীবনকে মেলে ধরেন ঠিকই তবে অনেকটাই রাখঢাক করে। তাঁর দুই পোষ্য চিকু ও ম্যাক্সকে নিয়ে অবসর সময় কাটান মিমি। সেই সব ছবি, ভিডিও প্রায়ই পোস্ট করতে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ায়। তবে যে জিনিসটি তিনি একেবারেই পোস্ট করেন না তা হল ব্যক্তিগত জীবনের আরও এক অংশ। কে আছে তাঁর জীবনে, বিশেষ কারও আগমণ হল কি না, বিয়ে কবে করছেন, এই সমস্ত প্রশ্ন ভক্তদের কাছে কৌতূহলই রয়ে গেল।

Adrika Das | Published : Feb 9, 2021 1:00 PM
18
Carefree হয়েই 'তোমায়' খুঁজে পেলাম, সমুদ্রসৈকতে কার সঙ্গে রোম্যান্সে মজলেন মিমি

তবে অবশেষে হয়তো নিজের বিশেষ একজনকে খুঁজে পেলেন মিমি। সেই কথাই নিজেই জানালেন তিনি। 

28

সমুদ্রসৈকতে হটনেসের মাত্রা ছাড়ালেন অভিনেত্রী। সেই হটনেসে কাবু হয়েছে তাঁর অনুরাগীরা। 

38

কাফতান পরে ঘন বাদামি চুলে বোলাচ্ছেন হাত। রোদচশমা চোখে দিয়েই ক্যামেরার সঙ্গে চলল মিমির চরম ফ্লার্টিং। 

48

একটি বুমেব়্যাং ভিডিও করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে সাদা কাফতানে ও হালকা মেকআপে দেখা গিয়েছে মিমিকে।

58

ভিডিওর ক্যাপশনে চোখ উঠেছে কপালে। লেখা, 'নির্ঝঞ্জাটের মধ্যে তোমায় খুঁজে পেলাম।'

68

তবে কি সেই বিশেষ একজনের খোঁজ পেয়েই গেলেন মিমি। তার সঙ্গে সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছেন মিমি। 

78

নাকি কেবল আবহাওয়ার সঙ্গে মেল খাইয়ে ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী। প্রশ্ন থেকেই যাচ্ছে ভক্তদের মনে। 

88

মিমির ব্যক্তিগত জীবনে কে রয়েছেন তা জানার অপেক্ষায় রয়েছে সকলে। তবে মিমি মুখে কুলুপ এঁটেছেন বহুদিন আগে থেকেই। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos