বলিউড থেকে টলিউড সকলেই এখন ব্যস্ত নতুন বছরের আগমণের খুশিতে। করোন আবহ কি কাটিয়ে উঠতে পারবে মানবজাতি। নতুন বছরে কি আনন্দের আশা করবে মানুষ, নাকি আরও এক ২০২০ অপেক্ষা করে বসে রয়েছে সকলের জন্য। এই দ্বিধা নিয়ে অবশ্য বসে থাকার সময় নেই কারও। কথা বলে, "কাল কারে সো আজ, আজ কারে সো আব।" এই একই কথা মেনে চলছে বলিউড থেকে টলিউডের তারকারা। করোনআ আবহেই সমস্ত নিয়মাবলী মেনেই বর্ষশেষে ভ্রমণে বেরিয়ে পড়ছেন তাঁরা।