কলকাতা ছেড়ে দুবাইয়ে পার্টিতে মত্ত মিমি, বান্ধবীর গালে ঠোঁটের আলতো ছোঁয়ায় New Year প্রস্তুতি

বলিউড থেকে টলিউড সকলেই এখন ব্যস্ত নতুন বছরের আগমণের খুশিতে। করোন আবহ কি কাটিয়ে উঠতে পারবে মানবজাতি। নতুন বছরে কি আনন্দের আশা করবে মানুষ, নাকি আরও এক ২০২০ অপেক্ষা করে বসে রয়েছে সকলের জন্য। এই দ্বিধা নিয়ে অবশ্য বসে থাকার সময় নেই কারও। কথা বলে, "কাল কারে সো আজ, আজ কারে সো আব।" এই একই কথা মেনে চলছে বলিউড থেকে টলিউডের তারকারা। করোনআ আবহেই সমস্ত নিয়মাবলী মেনেই বর্ষশেষে ভ্রমণে বেরিয়ে পড়ছেন তাঁরা। 

Adrika Das | Published : Dec 30, 2020 8:07 PM
18
কলকাতা ছেড়ে দুবাইয়ে পার্টিতে মত্ত মিমি, বান্ধবীর গালে ঠোঁটের আলতো ছোঁয়ায় New Year প্রস্তুতি

বাকিদের মতই মিমি চক্রবর্তীও ছুটে গিয়েছেন দুবাইয়ে। নিজের ঘনিষ্ঠমহলের সঙ্গে সেখানেই ছুটি কাটাবেন তিনি। 

28

চুটিয়ে আনন্দ করছেনব বঙ্গলালনা। সেই আপডেটই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দিয়ে চলেছে মিমি। 

38

রাতের কলকাতা তো অনেকেই দেখেছেন, তবে রাতের দুবাই কি দেখেছেন কখনও। সেই ঝলক নিজের ইনস্টা স্টোরিতে দিয়েছেন তিনি। 

48

প্রথম দিন সকালে দুবাইয়ের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে নীল রঙের অফ শোল্ডারে সেজে উঠেছিলেন মিমি। 

58

সেই পোশাকে বুমেব়্যাং ভিডিও শেয়ার করেছেন। নিজের ঘনিশ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি মুডে অভিনেত্রী।
 

68

এক বান্ধবীর গালে চুমু খেয়ে নতুন বছরের আগমণে মত্ত মিমি। যা দেখে ভক্তদের মাথায় হাত। 

78

দুবাইয়ের সমুদ্রসৈকতে পার্টি করেছেন মিমি। নতুন বছরে নতুন আশার আলো নিয়ে তিনিও এগিয়ে চলেছেন। 

88

মিমির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখন প্রায় দুবাই টুরিজমের ফিড হয়ে দাঁড়িয়েছে। তাঁর থেকে নতুন আপডেট পেতে ব্যকুল হয়ে পড়েছে ভক্তমহল।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos