এ কী ছবি পোস্ট করলেন মিমি চক্রবর্তী, আগে কেন সাহসে কুলোয়নি এগুলি ফাঁস করার

Published : Jan 18, 2021, 11:43 PM ISTUpdated : Jan 19, 2021, 03:55 AM IST

সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তী বেশ অ্যাক্টিভ। পাব্লিক ফিগার হয়ে কীভাবে কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত তা নখদর্পনে মিমির। তাঁর এই সোশ্যাল মিডিয়া স্যাভি হওয়াকে রীতিমত পছন্দ করে নেটিজেনরা। ব্যক্তিগত জীবন হোত বা পেশাগত গত সবেরই ঝলক তিনি রেখেছেন নেটদুনিয়ায়। তবে সম্পূর্ণ সীমা মাথায় রেখে। সাইবারবাসীরা কী ধরণের পোস্ট পছন্দ করেন সেই বিষয় যথেষ্ট ভাল রিসার্চও রয়েছে তাঁর। তিনিও খানিক সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট হয়ে উঠেছেন। 

PREV
18
এ কী ছবি পোস্ট করলেন মিমি চক্রবর্তী, আগে কেন সাহসে কুলোয়নি এগুলি ফাঁস করার

তবে চেষ্টা করেও একটি কাজে তিনি কিছুতেই সফল হচ্ছেন না। তা হল নিজের গ্রামের অ্যালবামে সঠিক ছবি বেছে নিতে। 

28

ইনস্টাগ্রামে কোন ছবি দেবেন আর কোনটা দেবেন না, কোনটাই বা পারফেক্ট শট সেই নিয়ে বড় দ্বিধায় থাকেন তিনি। 

38

কয়েক বছর আগের কিছু স্ন্যাপ নিয়ে অত্যন্ত কনফিউশনে ভুগছিলেন মিমি। অবশেষে সিদ্ধান্ত নিতে না পেরে সবই পোস্ট করে ফেললেন। 

48

কয়েক বছর আগের কিছু স্ন্যাপ নিয়ে অত্যন্ত কনফিউশনে ভুগছিলেন মিমি। অবশেষে সিদ্ধান্ত নিতে না পেরে সবই পোস্ট করে ফেললেন। 

58

কাউকে মাস্ক পরে ঘুরতে দেখা যেত না। ঘন ঘন হাত স্যানিটাইজ করতেও দেখা যেত না। 

68

সেই সময়কার মুহূর্তগুলিই তুলে ধরলেন মিমি। কোনও এক জায়গায় ঘুরতে গিয়ে তোলা এই ছবিগুলি। 

78

যেখানে রোদ পোয়াচ্ছেন মিমি। হলুদ রঙের জাম্পস্যুটে ক্যানডিড পোজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সমুদ্রসৈকতে রোদে পোয়াতে পোয়াতে চলেছে এই ফোটোশ্যুট। 

88

মিমির প্রতিটি ফ্রেমই যেন পিকচার পারফেক্ট। তাঁর এই ছবিগুলির মধ্যে কোনটাই পারফেক্ট না মনে হলেও ভক্তদের কাছে সবকটিই প্রফেশনাল ফোটোশ্যুটের মত।

click me!

Recommended Stories