মন্টু পাইলটের অলিভিয়ার যৌন আবেদন, বাথটাবে স্নানের ছবি পোস্ট করলেন অভিনেত্রী

বাংলা ধারাবাহিকের হাত ধরে অভিনয়ের টেলিজগতে পরিচিতি। সম্প্রতি মন্টু পাইলটে 'সরমা'র চরিত্রে মুগ্ধ করেছেন অলিভিয়া। সরমা চরিত্রটির এক বছর সম্পূর্ণ হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট অলিভিয়ার। শুভেচ্ছায় ভরছে অভিনেত্রীর পোস্ট। ওয়েব সিরিজ মন্টু পাইলটে 'সরমা'র চরিত্রে মুগ্ধ করেছেন অভিনেত্রী অলিভিয়া সরকার। বিভিন্ন বাংলা ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। জয়ী ধারাবাহিকে মালিনীর চরিত্র, সীমারেখা ধারাবাহিকে টিয়া, খলনায়িকার চরিত্রে ছক্কা হাঁকিয়েছেন টেলিপর্দায়। 

Adrika Das | Published : Sep 12, 2020 12:51 PM IST
110
মন্টু পাইলটের অলিভিয়ার যৌন আবেদন, বাথটাবে স্নানের ছবি পোস্ট করলেন অভিনেত্রী

সেখান থেকেই হইচই থেকে ডাক। মন্টু পাইলট সিরিজে যৌনকর্মী সরমার চরিত্র। ডিগ্ল্যাম, ডার্ক চরিত্র। পরতে পরতে যে চরিত্রে খুলেছে রহস্য, আবেগ, দুঃখ, ভালবাসা। তাঁকে আলাদা করে নজরে পড়েছিল দর্শকের। 

210

নানা প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে এমন চরিত্রে গড়ে তুলেছিলেন অলিভিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সরমার চরিত্রটির এক বঠর সম্পূর্ণ হওয়ার আনন্দ ভাগ করে নেন। দিয়েছিলেন এক বিশেষ বার্তাও। 
 

310

সরমার চরিত্রটি তাঁর জীবনের সেরা চরিত্রের মধ্যে একটি। একে একে সকল ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে পোস্টে। সরমা চরিত্রের জন্য ভাইরাল হতেই তাঁর চেহারায় এসেছে ট্রান্সফরমেশন। 

410

যার জেরে নিজের ভিন্ন রূপ প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। এবার বাথটাবে স্নান করে আগুন ধরালেন অভিনেত্রী। সারা গায়ে সাবানের ফোম। 
 

510

সেভাবেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। মেসি হাই বান করা চুলে নো মেকআপ লুক। কাঁচের দেওয়ালের বাথরুমে প্রকাশ পেল এক অন্য অলিভিয়া। 

610

স্নানাগারেও যে কোনও অভিনেত্রীকে এলিগেন্ট লাগতে পারে তা প্রমাণ করলেন অলিভিয়া। নিজের গ্ল্যামারাস ট্রান্সফরমেশনে ক্রমশ মুগ্ধ করে চলেছেন।

710

শর্ট ডেনিম এবং জ্যাকেট পরে হালকা ক্লিভেজের ছোঁয়া। অলিভিয়াকে সাধারণত এমন রূপে দেখা যায় না। একটা টম বয়ইশ ব্যাপার আছে অলিভিয়ার মধ্যে। ছবিতে লাইকের বন্যা বয়ে যায়। 

810

একের পর এক রিপোস্টে ভরেছিল সোশ্যাল মিডিয়া। কেবল হটনেসই নয় ফিটনেসও নজরে পড়েছে ছবিতে। অলিভিয়ার এই ছবিটি ফোটোশ্যুটের। নিত্যদিনই নিজের মেকআপ ছাড়া অথবা গ্ল্যামারাস লুকের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। 

910

দুরকম রূপেই ভক্তরা পছন্দ করেন অলিভিয়াকে। সম্প্রতি হইচইয়ের আরও একটি সিরিজ জনপ্রিয় হয়েছে চারিদিকে। ব্রেক আপ স্টোরিজ। অভিনয় রয়েছেন অলিভিয়া এবং আরিয়ান ভৌমিক। 

1010

ভালবাসা না ভাললাগা। সেই নিয়ে তাঁদের গল্পের চিত্রনাট্য এগিয়েছে। বেশ কয়েকটি ছোট ছোট গল্প নিয়ে তৈরি এই সিরিজ। অন্যান্য চরিত্রে রয়েছেন সোহিনি সরকার, রনজয় বিষ্ণ, চান্দ্রেয়ী ঘোষ, অনিন্দিতা বসু, সৌরভ দাস, সৌরাসেনী মিত্র এবং তুহিনা দাস।

Share this Photo Gallery
click me!

Latest Videos