একদিকে ভাঙছে ঘর, অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নতুন প্রেমে মজে আছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। নুসরতের বিবাহ গুঞ্জনের মধ্যে ফের চর্চায় উঠে এসেছেন মিমি চক্রবর্তী। নেটিজেনরা বলতে শুরু করেছেন নুসরত-যশের জীবনে নাকি আগমন হয়েছে তৃতীয় ব্যক্তির।তবে তৃতীয় ব্যক্তি আর কেউ নন, নুসরতের বনুয়া মিমি চক্রবর্তী। এবার সোশ্যাল মিডিয়াতেও বন্ধুত্ব এবং সততা নিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলেন নুসরত-মিমি। যা প্রকাশ্যে আসতে না আসতেই জল্পনা বাড়ছে।
একদিকে অভিনেত্রী অন্যদিকে সাংসদ, টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহনা। দুজনেই সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন।
211
নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। দুজনেই ভালবেসে একে অপরকে বনুয়া বলে ডাকে। তাদের সম্পর্কের কথাও সকলেরই জানা। এর মধ্যেই নুসরত-মিমি তরজা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
311
মিমির মতে, মানুষ সততার পথে থাকলে সে সকলের কাছে অপ্রিয় হয়ে ওঠে। আবার মিথ্যাচার করলে সকলের প্রিয় হয়।
411
উল্টোদিকে নুসরতের মতে, মানুষ সামান্য স্পটলাইটের জন্য অনায়াসে দীর্ঘদিনের বন্ধুকে ঠকাতে পারে।
511
আবার নুসরত বলছেন, জীবনে কে তোমার সামনে সততা দেখাল সেটা গুরুত্বপূর্ণ নয়। কে তোমার অনুপস্থিতিতে সততা দেখাবে সেটাই আসল।
611
কেউ কারোর নাম না নিয়ে কোন কথা না বললেও মিম-এর আকারেই সত্যি-মিথ্যা তরজা সোশ্যাল মিডিয়ায় ইনস্টা-স্টোরিতে ফুটে উঠেছে।
711
মিমি চক্রবর্তী প্রথমে নিজের ইনস্টা-তে একটি পোস্ট করার পরই নুসরতও তার কিছুক্ষণ পরে অপর দুটি পোস্ট করেন।
811
মিমি যখন সততার কথা বলছেন তখনই নুসরত টেনে এনেছেন বন্ধুত্বের কথা, বিশ্বাসঘাতকতার কথা। এই নিয়ে জল্পনা বাড়ছে।
911
দুজনেই দল এক, এবং একই দলের সাংসদ। তবুই কেন সততা,বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা নিয়ে উল্টো সুরে হাঁটছেন মিমি-নুসরত।
1011
নুসরতের ঘর ভাঙার গুঞ্জন-প্রেম সবেতেই মুখে কুলুপ এঁটেছেন মিমি। তবে হঠাৎ কেন বেসুরো দুই নায়িকা। কেনই বা সত্যি মিথ্যা নিয়ে এত জলঘোলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নিছকই মজা নাকি অন্য কোনও গল্প লুকিয়ে রয়েছে, খুঁজছে সাইবারবাসী।
1111
তবে কি সত্যিই সত্যিই বনুয়াদের মধ্য়ে চিড় ধরল। নেটিজেনরা বলছেন নুসরতকে ছেড়ে নাকি মিমির দিকে ঝুঁকছেন যশ। যদি সকলেই পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট।