গুরুতর অসুস্থ মিমি চক্রবর্তী। শনিবার ভোর রাত থেকে শুরু হয় পেটব্যথা ও লাগাতার বমি। পরিস্থিতি বাড়াবাড়ি হতেই বাড়িতেই নিয়ে আসা হয় চিকিৎসককে।
29
তবে কি ভুয়ো ভ্যাকসিনের জন্যই অসুস্থ হয়ে পড়লেন মিমি, খতিয়ে দেখছেন চিকিৎসক। তবে রক্তচাপও অনেকটাই নেমে গিয়েছে অভিনেত্রীর। আপতত বাড়িতেই চলছে চিকিৎসা।
39
শনিবার ভোর রাতে কোনও ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হ.নি। তার পর ভোর ৬ টায় মিমির হাউজ ফিজিশিয়ানকে নিয়ে আসা হয়।
49
সূত্রের খবর, মিমির গলব্লাডারের সমস্যা ছিল যার ফলে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক, কিন্তু তাতে রাজি হননি মিমি। তাই আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে অভিনেত্রীর।