গোটা শরীরে নিজের প্রতিটি নাম জড়ালেন নুসরত, ভালবাসার ছোঁয়ায় ভরিয়ে দিলেন নিখিল

Published : Oct 22, 2020, 07:51 PM IST

সম্প্রতি মুক্তি পেয়েছে নুসরত জাহান, যশ দাশগুপ্ত, এনা সাহা অভিনীত, এনা সাহা প্রযোজিত 'SOS কলকাতা'। এই মাসের ১৫ তারিখ খুলে গিয়েছে সিনেমা হল। পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে, সমস্ত নিয়মাবলী মেনেই সিনেমা হলগুলি খোলার নির্দেশ দিয়েছে সরকার। লকডাউন ওঠার পর 'SOS কলকাতা'ই সেই প্রথম ভারতীয় ছবি যার শ্যুটিং শুরু হয় সমস্ত নিয়মাবলী মেনে। পুজো রিলিজ, প্রেক্ষাগৃহ খুলে যাওয়ার আনন্দের পাশাপাশি আরও এক চমক পেলেন নুসরত।   

PREV
18
গোটা শরীরে নিজের প্রতিটি নাম জড়ালেন নুসরত, ভালবাসার ছোঁয়ায় ভরিয়ে দিলেন নিখিল

স্বামী নিখিল জৈনের তরফ থেকেই পেলেন এই বিশেষ উপহার। পুজোয় হয়তো সেরা উপহার পেলেন নুসরত। 

28

নিখিলের জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড থেকে একটি শাড়ি উপহার দেওয়া হয়েছে নুসরতকে। 

38

সেখানে তাঁর সমস্ত নামের ডিজাইন করা হচ্ছে। আজ পর্যন্ত তাঁর প্রতিটি ছবিতে তাঁর যে কয়েকটি চরিত্র ছিল সেই প্রতিটি চরিত্রের নামই রয়েছে শাড়িতে। 

48

বিভিন্ন ভাবে লেখা হয়েছে প্রতিটি নাম। 'SOS কলকাতা'য় তাঁর নাম হয়েছে অ্যামান্ডা। সেই নামটিও লেখা রয়েছে শাড়ির আঁচলে। 

58

সবুজ ও গোলাপী রঙের ছাপা শিফন শাড়িতে এভাবেই সেজে উঠেছিলেন নুসরত জাহান। 

68

পুজোয় শাড়ি উপহার অনেকেই পেয়ে থাকেন। তবে এমন বিশেষ অনুভূতি সহ উপহার সকলে পায় না। 

78

নুসরতকে স্বাভাবিকভাবে অসামান্য দেখাচ্ছিল সেই সবুজ শাড়িতে। ব্লাউজের ডিজাইন ছিল অভিনব। 

88

ক্যুইন স্লিভের একটু ভিন্ন ধরণের ডিজাইনে দেখা গিয়েছে তাঁকে। শাড়ি দেখেই ইতিমধ্যে অনলাইনে সেই ধরণের শাড়ির খোঁজ লাগিয়েছে ভক্তরা।  

click me!

Recommended Stories