সম্পর্কের ঝড়, ভাঙনের জল্পনার মাঝে মুখ খুলে ভাইরাল নুসরত, নিজেকে নিয়ে এ কী বললেন ডিভা

টলিউডে এখন হট টপিক একটাই, নুসরত জাহান। জাঁক জমক করে বিয়ের আসরে বসে ভাইরাল হয়েছিল এনজে জুটি। বিয়ের দেড় বছরের মাথায় নয়া গুঞ্জণ টলি পাড়ায়, নুসরতের অন্দরমহলের সমীকরণটা ঠিক কী... 

Jayita Chandra | Published : Jan 15, 2021 3:05 PM
110
সম্পর্কের ঝড়, ভাঙনের জল্পনার মাঝে মুখ খুলে ভাইরাল নুসরত, নিজেকে নিয়ে এ কী বললেন ডিভা

কয়েকদিন ধরেই টলিউডের অন্দরমহলে একটাই জল্পনা সবার চোখের সামনে উঠে আসছে। তা হল নিখিল-নুসরতের সম্পর্ক। 

210

এই জুটির মধ্যে এখন একটাই বিবাদ, তা হল যশ। সম্প্রতি এই তিন নাম নিয়ে একের পর এক গুঞ্জণ ছড়িয়েছে সর্বত্র। 

310

যা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ সকলেই। যশের সঙ্গে নুসরতের পুরোনো ভিডিও হয়ে উঠেছে ভাইরাল। 

410

সামনে এসেছে রাজস্থান থেকে ফ্রেমবন্দী হওয়া এই জুটির একাধিক ছবি।  যা মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়। 

 

510

এরই মধ্যে জল্পনা বাড়িয়ে তোলে নুসরত ও নিখিল একে অন্যকে আনফলো করায়। একে অন্যের থেকে কী তবে মুখ ফিরিয়ে নিচ্ছেন! 

610

টলিপাড়া যখন নয়া সম্পর্কের ধোঁয়াশা জেরে তোলপাড়া, ঠিক সেই সময়ই নুসরত সোশ্যাল মিডিয়ার পাতায় মুখ খুললেন। 

710

লিখলেন তিনি নিজের মনের অবস্থা নিজেই স্থির করে থাকেন। কোনও কিছু দ্বারা প্রভাবিত হন না অভিনেত্রী নুসরত জাহান। 

810

তা আরও একবার স্পষ্ট করে দিল তিনি নিজের যায়গায় কতটা পার্ফেক্ট। কোনও গুজব ও গুঞ্জণই ছুঁতে পারে না নুসরতকে। 

 

910

তবে কী সম্পর্কের মাঝে থাকা কোনও বিবাদকে এড়িয়ে যেতে চাইছেন নুসরত, না কি টলিউডের এই গুঞ্জণ সত্যিই একটা গুজব! 

1010

এই প্রশ্ন থেকেই যায়। যদিও এখন খবরের শিরোনামে বেশ কয়েকটি পয়েন্ট ঘুরে ফিরে আসছে, যা ভাবিয়ে তুলেছে নুসরত ভক্তদের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos