'হিপহপার' নুসরত, বম্বার জ্যাকেট, হট প্যান্ট, স্ট্রিট ফ্যাশনেই মাত দেবেন টলি ডিভা

কলকাতা ছেড়ে লন্ডন ছুঁটলেন নুসরত জাহান। ফ্লাইটে বসে ছবি পোস্ট করেছিলেন তিনি। শহর ছেড়ে কোথায় এবং কেন গেলেন অভিনেত্রী।  লন্ডনে গিয়েছেন তিনি। হয় কোনও ফিল্মের শ্যুটিং অথবা ঘুরতে। সমস্ত নিয়মাবলী মেনেই বিদেশে রয়েছেন নুসরত। সেখানে গিয়েই বিমানবন্দর থেকেই পোস্ট করলেন ছবি। নীল রঙের লাউজি পোশাকে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে নো মেকআপ লুক। নুসরতের এয়ারপোর্ট লুক মাত দিল করিনা, ক্যাটরিনা, দীপিকাকেও।  

Adrika Das | Published : Sep 29, 2020 6:24 AM IST / Updated: Sep 29 2020, 08:31 PM IST
18
'হিপহপার' নুসরত, বম্বার জ্যাকেট, হট প্যান্ট, স্ট্রিট ফ্যাশনেই মাত দেবেন টলি ডিভা

এবার সেই এয়ারপোর্ট লুকের মতই নিজের হিপহপ স্টাইল নিয়েও প্রকাশ্যে এলেন  নুসরত। এবার কমফার্টই হল পুজোর ফ্যাশন। 

28

লাল রঙের বম্বার জ্যাকেট এবং লাল রঙের শর্টস পরেছিলেন তিনি। পুজোর আর মাত্র কয়েকদিন। 

38

জোর কদমে চলছে তার প্রস্তুতিও। শাড়ি হোক বা সালোওয়ার সবেতেই সাবলিল নুসরত। 

48

এবার এথনিকেও সেজে উঠবেন তিনি। নুসরতের গ্ল্যামার নিয়ে অবশ্যই কোনও সন্দেহ নেই। 
 

58

তাই পোশাক তিনি যাই পরুক না কেন, সৌন্দর্যে হার মানান একাধিক অভিনেত্রীদের। এবারও তার অন্যথা হল না। 

68

ফ্লোরাল সালোওয়ারে সেজে উঠেছিলেন নুসরত। তাতেই কুপোকাত ভক্তরা।

78

নুসরত এই পুজোয় ফ্যাশনের ফিউশন নিয়ে হাজির হবেন এমনটাই বোঝা যাচ্ছে তাঁর ইনস্টাগ্রাম ফিড দেখে। 

88

তাঁর সোশ্যাল মিডিয়ায় থেকে ইতিমধ্যেই ফ্যাশন টিপস নিতে শুরু করে দিয়েছে নেটিজেনরা।  
 

Share this Photo Gallery
click me!

Latest Videos