Published : Sep 29, 2020, 11:54 AM ISTUpdated : Sep 29, 2020, 08:31 PM IST
কলকাতা ছেড়ে লন্ডন ছুঁটলেন নুসরত জাহান। ফ্লাইটে বসে ছবি পোস্ট করেছিলেন তিনি। শহর ছেড়ে কোথায় এবং কেন গেলেন অভিনেত্রী। লন্ডনে গিয়েছেন তিনি। হয় কোনও ফিল্মের শ্যুটিং অথবা ঘুরতে। সমস্ত নিয়মাবলী মেনেই বিদেশে রয়েছেন নুসরত। সেখানে গিয়েই বিমানবন্দর থেকেই পোস্ট করলেন ছবি। নীল রঙের লাউজি পোশাকে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে নো মেকআপ লুক। নুসরতের এয়ারপোর্ট লুক মাত দিল করিনা, ক্যাটরিনা, দীপিকাকেও।