হুডখোলা গাড়িতে নিখিলের প্রাণের ঝুঁকি, নুসরত দূরে সরতেই High Speed-এ গাড়ি চালিয়ে এ কী কান্ড

নুসরত জাহানের সঙ্গে নিখিলে জৈনের সম্পর্কে দূরত্ব আসতেই আমূল পরিবর্তন আসছে নিখিলের মধ্যে। এমনটাই অনুমান করছে ভক্তরা। আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে তিনি সোশ্যাল মিডিয়ায়। নিত্যদিন নানা আপডেট দেন সেখানে। পার্টি করে বেড়াচ্ছে, ঘুরতে যাচ্ছেন। আনন্দের অভাব নেই তাঁর জীবনে। তবুও শুভাকাঙ্খীদের দাবি, এই আনন্দের মাঝেই নিজের দুঃখকে চেপে রাখতে চাইছেন নিখিল। যা তিনি কারও সামনে আসতে দেবেন না। 

Adrika Das | Published : Feb 9, 2021 6:35 PM
18
হুডখোলা গাড়িতে নিখিলের প্রাণের ঝুঁকি, নুসরত দূরে সরতেই High Speed-এ গাড়ি চালিয়ে এ কী কান্ড

তবে এমনটা কেন। নুসরতের সঙ্গে এই দূরত্ব কি তিনি আর সহ্য করতে পারছেন না। নুসরতকে কি ফিরে পেতে চাইছেন তিনি।  

28

নাকি নুসরত তাঁর থেকে দূরে সরে যাওয়ার পরই জীবনের আসল মানে খুঁজে পেয়েছেন নিখিল। 

38

এই দু'রকম চিন্তাভাবনাই তাড়া করে বেড়াচ্ছে শুভাকাঙ্খীদের। সম্প্রতি নিখিলের অবস্থা দেখে মাথায় হাত সাইবারবাসীর। 

48

সম্ভবত কলকাতারই রাস্তা। মাঝরাত। লাল রঙের হুডখোলা গাড়িতে ড্রাইভিং সিটে বসে রয়েছেন নিখিল। 

58

এদিক ওদিক না ভেবেই শুরু করেছেন স্পিডে গাড়ি চালানো। যদিও সিটবেল্ট পরে রয়েছেন তিনি। 

68

পাশে রয়েছেন একজন মহিলা। তারই আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই মহিলাই ভিডিওটি রেকর্ড করেছে।

78

তার বলার পরই হাই স্পিডে গাড়ি নিয়ে দৌড় লাগিয়েছেন নিখিল। প্রাণেপ ঝুঁকি নিয়ে কেন এই কাজ করলেন নিখিল। 

88

হুডখোলা গাড়ি বলেই তাঁর প্রাণ সংশয় ছিল অনেকখানি। মাঝরাতে, রাস্তাঘাট ফাঁকা। এমন অবস্থায় এই গতিতে গাড়ি চালানো ঝুঁকিই বটে।      

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos