ঐন্দ্রিলার নজর কাড়া পোজ, ফ্রেমবন্দি করলেন অঙ্কুশ

Published : Feb 26, 2020, 07:17 PM IST

ডেটিং চলছে বেশ কয়েকবছর ধরে। তবে কবে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তা নিয়ে এখন মুখ খোলেননি কেউই। টলিউড জুটি ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরার সম্পর্কের খবর সকলেরই কম বেশি জানা। সোশ্যাল মিডিয়াতেও একাধিক পোস্টে তা স্পষ্টই ধরা দেয়। সাক্ষাৎকারেও নিজেদের সম্পর্কের খুঁনসুঁটির কথা কোনও রকমের রাখ ঢাক না করেই বলে থাকেন দুজনেই। তবে এবার পোজ দিয়ে সকলের নজর কাড়লেন ঐন্দ্রিলা। 

PREV
110
ঐন্দ্রিলার নজর কাড়া পোজ, ফ্রেমবন্দি করলেন অঙ্কুশ
ঐন্দ্রিলার পোজ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল। ছবি শেয়ার করলেন অভিনেত্রী নিজেই।
210
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন ছবি তুলেছেন অঙ্কুশ।
310
টেলি-অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশের দীর্ঘদিনের সম্পর্ক। নেটিজেনদের প্রশংসায় এবার ঐন্দ্রিলার লুক।
410
দুজনেই ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন। সময় পেলেই বান্ধবীকে নিয়ে উড়ে যান বিদেশ বিভুঁইয়ে। শউধু তাই নয়, দুজনে কোয়ালিটি টাইম বের করে একান্তে সময় কাটিয়ে নেন।
510
ধারাবাহিকের মধ্যে দিয়ে পরিচিতি পেয়েছেন ঐন্দ্রিলা। সেখান থেকেই আলাপ অঙ্কুশের সঙ্গে।
610
অঙ্কুশ ও ঐন্দ্রিলার সম্পর্কের কথা সর্বজনবিদিত। তাঁদের রসায়নের ভক্তের সংখ্যাও অনেক। কান পাতলে শোনা যায় খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে পারেন এই জুটি।
710
ফাগুন বউ ধারাবাহিকে অভিনয় করার সময় হট লুকে নজর কেড়েছিলেন ঐন্দ্রিলা। নেট দুনিয়া তোলপাড় করেছে এই ছবিতে।
810
বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত অঙ্কুশ। মাঝে মধ্যেই এই জুটি পাড়ি দিয়ে থাকেন মুম্বই।
910
সময় পেলেই ট্রিপ, সেখান থেকেই একাধিক মুহূর্ত ফ্রেমবন্দি করে শেয়ার করেন ভক্তদের জন্য।
1010
বর্ষবরণে প্রকাশ্যে চুমু খেয়ে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করেছিলেন তাঁরাই। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
click me!

Recommended Stories