সাহসী অভিনেত্রী ঋ! কেমন কাটে তাঁর দিন-রাত, দেখুন ছবিতে ছবিতে

নাম ঋতুপর্ণা সেন। কিন্তু বাংলা বিনোদন জগতে তিনি ঋ নামে পরিচিত। নামের মতোই কাজের দিক থেকেও ব্যতিক্রমী ঋ। বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীকে চিনে নেওয়া যাক ছবিতে ছবিতে। 
 

swaralipi dasgupta | Published : Jul 21, 2019 1:30 PM IST
17
সাহসী অভিনেত্রী ঋ! কেমন কাটে তাঁর দিন-রাত, দেখুন ছবিতে ছবিতে
আজ নয়। প্রায় ৯০ এর দশকের শেষ থেকে অভিনয় জগতে পথ চলা শুরু করেন ঋ।
27
টেলিভিশন রিয়্যালিটি শো-তে প্রথম দিকে কাজ করেছেন তিনি। এছাড়া বেশ কিছু টেলিফিল্ম ও ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।
37
ঋ-এর প্রথম ছবি তেপান্তরের মাঠে। সেই ছবি মুক্তি পায়নি । এর পরে কৌশিক মুখোপাধ্যায়ের লাভ ইন ইন্ডিয়া নামক তথ্যচিত্রে কাজ করেন ঋ।
47
এর পরে বেশ কয়েকটি ছবিতে সাহসী চরিত্রে অভিনয় করেন। এর মধ্য়ে রয়েছে গান্ডু, অটোগ্রাফ, তাসের দেশ, কসমিক সেক্স।
57
ব্যতিক্রমী ও সাহসী অভিনয়ের জন্যই বার বার মন জয় করেছেন তিনি।
67
বিগবস বাংলার দ্বিতীয় সিজনেও অংশ নিয়েছিলেন ঋ। এই মুহূর্তে বেশ কয়েকটি টেলি ধারাবাহিকেও অভিনয় করেছেন ঋ।
77
পরিচালক কিউ-এর সঙ্গে সম্পর্কে ছিলেন বলে শোনা যায়। তবে অনেকেই জানেন না, ঋ মার্জার প্রেমী।
Share this Photo Gallery
click me!

Latest Videos