আজ ফাদার্স ডে। ছোট থেকে কখনও হাত ধরে বা কখমনও পিঠে চড়িয়ে যে মানুষটা বড় করে তোলেন, তাঁকে নিয়ে সেলিব্রেট করার দিন আজ। তাই আজ সোশ্যাল মিডিয়া জুড়ে কেবলই ফাদার্স ডে-র পোস্ট। বাদ নেই তারকারাও। দেখে নেওয়া যাক তারকাদের ফাদার্স ডে।
swaralipi dasgupta | Published : Jun 16, 2019 11:45 AM
সৃজিৎ তাঁর পোস্টে লেখেন, একটা ঠিক ও একটা সহজ।এই দুইয়ের মধ্যে তুমি বলেছিলে একটা বেছে নিতে। মিস করছি তোমায়। হ্যাপি ফাদার্স ডে।
সারাও এদিন যীশুর জন্য পোস্ট করে লেখেন, হ্যাপি ফাদার্স ডে বাবা। তুমি যখন শ্যুটের জন্য দূরে থাকো আমরা খুব মিস করি। তোমার মতো বাবা পেয়ে কৃতজ্ঞ আমি।
আমার জীবনের সবচেয়ে হ্যান্ডসাম ও সাপোর্টিভ মানুষের সঙ্গে। এই পোস্টটি করেন।
সায়ন্তিকা গুরুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ছবি পোস্ট করে লেখেন, আমার জীবনের হিরোর সঙ্গে।
মীর বরাবরের মতোই মজার ছলে পোস্ট করেন, রিশতে মে তো হাম ইনকে বাপ হোতে হ্যায়।
বনিও এদিন অনুপ সেনগুপ্তকে নিয়ে পোস্ট করে লেখেন, আমি তোমার সঙ্গে খুব ঝগড়া করি। তবে আমি তোমাকে খুব ভালবাসি।
টেলি অভিনেত্রী উষসী রায়ও এদিন একটি পোস্ট।
প্রসেনজিৎ এদিন বাবা ও ছেলে দুজনের ছবি দিয়েই ইনস্টাগ্রামে পোস্ট করেন।