'ফাগুন বউ'-এর মহুলের দিন থেকে রাত কেমন কাটে! দেখুন ঐন্দ্রিলার ফোটো গ্যালারি
বাংলা টেলি ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা সেন। বাংলা ধারাবাহিক প্রেমীরা ঐন্দ্রিলাকে দুষ্টু নামেই এখনও চেনেন। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন পছন্দ দর্শকদের। আর অফস্ক্রিনে তিনি অঙ্কুশ হাজরার প্রেমিকা। দেখে নেওয়া যাক দিন থেকে রাত কেমন কাটে ঐন্দ্রিলা সেনের।
swaralipi dasgupta | Published : Jul 11, 2019 5:26 PM
সুদীপা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঐন্দ্রিলা সেন। সঙ্গে রয়েছেন সহ অভিনেতা বিক্রম চট্টোপাধ্য়ায়। রূপোলি দুনিয়ায় সকলেরই খুব প্রিয় ঐন্দ্রিলা।
অঙ্কুশ ও ঐন্দ্রিলার সম্পর্কের কথা সর্বজনবিদিত। তাঁদের রসায়নের ভক্তের সংখ্যাও অনেক। কান পাতলে শোনা যায় খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে পারেন এই জুটি।
এই মুহূর্তে ঐন্দ্রিলা জি বাংলায় ফাগুন বউ ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে রয়েছেন বিক্রম।
শ্যুটিং সেটে সহকর্মীদের সঙ্গে প্রায়ই মজা, খুনশুটিতে মাতেন ঐন্দ্রিলা।
ঐন্দ্রিলা এই মুহূর্তের হায়েস্ট পেড বাংলা টেলি অভিনেতাদের মধ্যে অন্যতম।