'ফাগুন বউ'-এর মহুলের দিন থেকে রাত কেমন কাটে! দেখুন ঐন্দ্রিলার ফোটো গ্যালারি
swaralipi dasgupta |
Published : Jul 11, 2019, 05:26 PM IST
বাংলা টেলি ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা সেন। বাংলা ধারাবাহিক প্রেমীরা ঐন্দ্রিলাকে দুষ্টু নামেই এখনও চেনেন। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন পছন্দ দর্শকদের। আর অফস্ক্রিনে তিনি অঙ্কুশ হাজরার প্রেমিকা। দেখে নেওয়া যাক দিন থেকে রাত কেমন কাটে ঐন্দ্রিলা সেনের।