বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই, তবুও গ্ল্যামারাস রচনা টেক্কা দিলেন নতুন প্রজন্মের নায়িকাদের

Published : Jan 04, 2021, 06:02 PM IST

বাংলা সিনেজগতে হক বা টেলিজগতে রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা সর্বদাই তুঙ্গে। ছবিতে অভিনয় করা অবশ্য বহুদিন হল ছেড়ে দিয়েছেন রচনা। তবে দীর্ঘ কয়েক বছর ধরে 'দিদি নং ওয়ান'র হাত ধরে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে। দিদি হিসেবে তাঁকে বাংলার মানুষ অসংখ্য ভালবাসা দিয়েছে। রচনাকে বিকেলের সময় 'দিদি নং ওয়ান'-এ দেখা মানেই দর্শকমহলের দিন ভাল হয়ে যাওয়া। তাঁকে দিদি নং ওয়ানে সাধারণত শাড়িতে দেখা যায়। 

PREV
18
বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই, তবুও গ্ল্যামারাস রচনা টেক্কা দিলেন নতুন প্রজন্মের নায়িকাদের

তবে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একেবারে এক ভিন্ন রচনার দেখা পাওয়া যায়। 

28

বেশিরভাগ ওয়েস্টার্ন পোশাকেই দেখা যায় তাঁকে। জিনস, শর্ট ড্রেস, হটপ্যান্ট সবেতেই তিনি সাবলিল।

38

বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই, তবুও গ্ল্যামারে নেই কোনও খামতি। বরং ক্রমশ নিজের হটনেসে মুগ্ধ করছেন সকলকে। 

48

ধূসর ও নীল রঙের শর্ট হাই নেক পোশাকে ধরা দিয়েছেন রচনা। সঙ্গে পরেছেন হাই হিল। 

58

খোলা চুল ছট করে কাটা, চোখে রোদচশমা লাগিয়ে হেঁটে আসছেন ক্যামেরার দিকে। 

68

একের পর এক গ্ল্যামারাস ছবিগুলি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যেখানে ইতিমধ্যেই লাইকের বন্যা বয়ে গিয়েছে। 

78

তাঁর এই উইন্টার ফ্যাশন রীতিমত নেটিজেনদের পছন্দের হয়ে উঠেছে। এই ধরণের পোশাকই হালকা শীতের জন্য পারফেক্ট। 

88

মেকআপও করেছেন প্রয়োজনমত। রচনার রূপে নতুন করে মুগ্ধ হল তাঁর ভক্তমহল। সর্বদাই এইভাবে অনুরাগীদের চোখ ধাঁধিয়ে দেন রচনা।

click me!

Recommended Stories