শাড়িতেও ব্লান্ট কাট, 'ফ্যাশানিস্তা' মিথিলার নয়া রূপে মুগ্ধ এপার- ওপার দুই বাংলা

মিথিলার রূপে মুগ্ধ এপার বাংলা থেকে ওপার বাংলা। তাঁর স্নিগ্ধতায় মিশে গিয়েছে কবিতার ছন্দ। বিনা মেকআপেই সৌন্দর্যের ভিন্ন রূপ তুলে ধরার ক্ষমতা রাখেন এই বাংলাদেশি সুন্দরী। মিথিলার লাবণ্যে মন জুড়িয়ে যায় নেটিজেনের। ভক্তদের চোখ ধাঁধায় তাঁর খোলা চুলে। সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠেন এক পোস্টেই। রফিয়ত রসিদ মিথিলা। নাম সুনলে উত্তেজিত হয় ওঠে ভক্তমহল। নেটদুনিয়ার তারকাদের কেবল গ্ল্যামারাস ফোটোশ্যুট, টিকটক ভিডিও এছাড়া মজার ভিডিও কিংবা পোস্টে থেকে যায় একঘেয়েমি। সেখানেই নতুনত্য নিয়ে হাজির মিথিলা। 

Adrika Das | Published : Sep 8, 2020 4:04 PM
110
শাড়িতেও ব্লান্ট কাট, 'ফ্যাশানিস্তা' মিথিলার নয়া রূপে মুগ্ধ এপার- ওপার দুই বাংলা

যত দিন যাচ্ছে ততই ইন্টারনেটের ক্রাসের তকমা পাচ্ছেন তিনি। এবারেও তাঁর রূপে মুগ্ধ হল সাইবারবাসী। দিন কতক আগেও সাদা ও ধূসর রঙের শাড়িতে প্রায় ছবি পোস্ট করেন মিথিলা। আর তাতেই চোখ কপালে উঠল নেটবাসীর।

210

মিথিলার এই ছবিতে অদ্ভুত এক শিথিলতা খুঁজে পেয়েছে ভক্তরা। তা সে ওয়েস্টার্ন পোশাকে হোক বা এথনিক লুকে। তাঁকে দেখলে নিমেষেই কুপোকাত হওয়ার জোগাড় তারা। 

310

শাড়িতেও তিনি অনন্যা। একই শাড়িতে এবার ভিন্ন পোজে তিনি। তবুও প্রতিটি ছবিতে থাকে নতুনত্য। প্রায় নিত্যদিনই সেসব শেয়ার করেন মিথিলা। সঙ্গে থাকে জীবনানন্দ দাশের কবিতার লাইন। 

410

"সুরঞ্জনা, আজও তুমি আমাদের পৃথিবীতে আছো, পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন, কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছো, গ্ৰীক হিন্দু ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজন, শুনেছো ফেনিল শব্দে তিলোত্তমা-নগরীর গায়ে, কী চেয়েছে? কী পেয়েছে? —গিয়েছে হারায়ে।" 

510

"সুরঞ্জনা, আজও তুমি আমাদের পৃথিবীতে আছো, পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন, কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছো, গ্ৰীক হিন্দু ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজন, শুনেছো ফেনিল শব্দে তিলোত্তমা-নগরীর গায়ে, কী চেয়েছে? কী পেয়েছে? —গিয়েছে হারায়ে।" 

610

জীবনানন্দ দাশের এই কবিতার পংখতির মতই ধীর, স্থির এবং শিথিল লাগে সৃজিত পত্নীকে। তিনি কেবল ছবি পোস্টই করেন তাই নয় সাহিত্যের প্রতি অভিনেত্রীর টান ঠিক কতটা তাও ব্যাখা করে তাঁর এই প্রতিটি পোস্ট। 

710

প্লাস্টিক বিউটি কিংবা অত্যন্ত চড়া মেকআপ নিজেকে সাজিয়ে তোলার অভিনেত্রী নন মিথিলা। যার কারণে তাঁর ভক্তমহলও খানিক ভিন্ন। 

810

যেকোনও ছবিটি পোস্ট করতেই নিমেষের মধ্যে তিনি ভাইরাল হন নেটদুনিয়ায়। মিথিলা একজন জনপ্রিয় অভিনেত্রী ঠিকই তবে তাঁর মধ্যে রয়েছে পাশের বাড়ির মেয়ের ছাপ। 

910

অতি সাধারণ অথচ অসামান্য সুন্দরী। যাকে বলে এলিগেন্ট বিউটি। তাঁর রূপে যে এক অদ্ভুত এলিগেন্স আছে এ কথা না বললেই নয়। মিথিলার কেবল একটি পোস্টই নয়, তাঁর ইনস্টাগ্রাম ফিড জুড়ে স্ক্রল করলেই চোখ জুড়িয়ে যায়। 

1010

টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গত বছরের শেষের দিকে। তারপর থেকেই ভারতেও তাঁর ভক্তসংখ্যা বেড়ে চলেছে ক্রমশ। তবে সৃজিতের স্ত্রী হিসাবে নয়, পরিচিতি প্রসস্থ হয়েছে তাঁর নিজ গুণে।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos