'সা রে গা মা পা' সঞ্চালনায় হাতেখড়ি আবিরের, পাল্টে গিয়েছে বিচারকের তালিকা, নতুন ছন্দে নিউ নর্মাল

নতুন ছন্দে, নতুন ছোঁয়ায় আসতে চলেছে সা রে গা মা পা। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো। বদলে গিয়েছে সঞ্চালক, বিচারকের আসন, অনুষ্ঠানের বিভিন্ন নিয়ম। করোনার প্রকোপে যা যা নিয়ম বদলানোর তা তো বদলেছেই পাশাপাশি যিশু সেনগুপ্তের জায়গায় এসেছিলেন আবির চট্টোপাধ্যায়। তাঁকে যিশুর জায়গায় দেখে খানিক অবাক হয় দর্শকমহল। মাস খানেক আগে আবির নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক প্রোমোর ভিডিও, ছবি পোস্ট করতেই  বেড়েছিল জল্পনা। 

Adrika Das | Published : Sep 23, 2020 12:39 PM IST

110
'সা রে গা মা পা' সঞ্চালনায় হাতেখড়ি আবিরের, পাল্টে গিয়েছে বিচারকের তালিকা, নতুন ছন্দে নিউ নর্মাল

এবার সমস্ত জল্পনা কাটিয়ে শুরু হতে চলেছে বাংলার এই জনপ্রিয় গানের রিয়্যালিটি অনুষ্ঠান। 

210

সঞ্চালনায় আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে, যার জন্য বেশ উত্তেজিত ভক্তমহল। পাশাপাশি বিচারক আসনেও এসেছে নতুননত্য। 

310

বিচারক হিসাবে আগের মত শ্রীকান্ত আচার্য থাকলেও মোনালী ঠাকুর এভং শান্তনু মৈত্র নেই সেই আসনে। 
 

410

বিচারক হিসাবে আগের মত শ্রীকান্ত আচার্য থাকলেও মোনালী ঠাকুর এভং শান্তনু মৈত্র নেই সেই আসনে। 
 

510

এছাড়াও বদল ঘটেছে অনুষ্ঠানের বিভিন্ন অংশ্য। পারকাশনের যে গোটা টিম স্টেজে থাকতেন তাতেও ঘটেছে বদল। 

610

দর্শকাসনে যে সকল মানুষেরা বসে থাকতেন। হাততালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ জোগাতেন তারাও এবারে থাকছেন না। 

710

অন্যদিকে অনুষ্ঠানের মূল নিয়মও পাল্টে গিয়েছে। গুরু এবং শিষ্যের ভিন্ন রূপ ধরা পড়বে টিভির পর্দায়। 

810

তিনজন গুরু, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী এবং রাঘব চট্টোপাধ্যায়। তাঁদের থাকবে তিনিটি ভিন্ন টিম। 

910

এবারে অডিশনও হয়েছে ডিজিটালে। অর্থাৎ অনলাইনে অডিশন দিয়েছে লক্ষাধিক ছেলে মেয়ে। 
 

1010

এভাবেই চলবে হাড্ডাহাড্ডি লড়াই। আগামী ২৬ সেপ্টেনম্বর থেকে রাত ৯:৩০ টায় শুরু হবে জি বাংলায়। 

Share this Photo Gallery
click me!
Recommended Photos