নতুন ছন্দে, নতুন ছোঁয়ায় আসতে চলেছে সা রে গা মা পা। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো। বদলে গিয়েছে সঞ্চালক, বিচারকের আসন, অনুষ্ঠানের বিভিন্ন নিয়ম। করোনার প্রকোপে যা যা নিয়ম বদলানোর তা তো বদলেছেই পাশাপাশি যিশু সেনগুপ্তের জায়গায় এসেছিলেন আবির চট্টোপাধ্যায়। তাঁকে যিশুর জায়গায় দেখে খানিক অবাক হয় দর্শকমহল। মাস খানেক আগে আবির নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক প্রোমোর ভিডিও, ছবি পোস্ট করতেই বেড়েছিল জল্পনা।