গোলাপি শহরের আনাচে-কানাচে সোহিনী- রণজয়, একান্ত মুহূর্তের ছবি ভাইরাল নেটদুনিয়ায়

Published : Feb 27, 2020, 12:57 PM ISTUpdated : Feb 27, 2020, 01:03 PM IST

টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীদের তালিকায় নিঃসন্দেহে রয়েছেন সোহিনী সরকার। বরাবরই চেনা ছক থেকে বেরিয়ে নতুনের সন্ধানে রয়েছেন সোহিনী। অভিনয় নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট করেই চলেছেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই  তার প্রেম নিয়ে টলিপাড়ার গুঞ্জন চলছে। কার সঙ্গে রিলেশনে রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার তা জানার আগ্রহের শেষ ছিল না। অবশেষে ভালবাসার দিবসের দিন নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সম্প্রতি ভালবাসার মানুষের সঙ্গে গোলাপি সিটি জয়পুরে ছুটি কাটাচ্ছেন সোহিনী। দেখে নিন ভালবাসার শহরে লাভবার্ডের ফ্রেমবন্দি কিছু ছবি।

PREV
111
গোলাপি শহরের আনাচে-কানাচে সোহিনী- রণজয়,  একান্ত মুহূর্তের ছবি ভাইরাল নেটদুনিয়ায়
অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সোহিনী সরকার। সম্প্রতি একটি সাক্ষাৎকার নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন সোহিনী এবং রণজয়।
211
বন্ধুত্ব থেকে প্রেম সবটাই খোলাখুলিই জানিয়েছেন অভিনেত্রী।
311
দার্জিলিং-এ গিয়েই পাহাড়ের কোলে প্রথম মনের গোপন কথা জানান রণজয়। তারপর থেকে এগোতে থাকে দুজনের সম্পর্ক।
411
তাজমহলের সামনেও ছবিতে পোজ দিয়েছেন এই যুগল।
511
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে।
611
গোলাপি শহর জয়পুরের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছেন এই লাভবার্ডস।
711
এখন আর কোনও লুকোছুপি নয়, বরং প্রেমটা যে ভালই চলছে তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
811
ভালবাসা দিবসের দিনই প্রথম নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেন অভিনেত্রী সোহিনী।
911
তাদের নিয়ে গুঞ্জন ক্রমশ বেড়েই চলেছে। যদিও তাতে কোনও কর্ণপাত করেননি অভিনেত্রী। তিনি দিব্যি খোশমেজাজে আছেন।
1011
সম্প্রতি ভালবাসার মানুষের সঙ্গে গোলাপি সিটি জয়পুরে ছুটি কাটাচ্ছেন সোহিনী।
1111
ভালবাসার টানে সারা বিশ্ব ঘুরে দেখা অনেকেরই ইচ্ছে থাকে, তারা সেই ইচ্ছেটা পূরণও করছেন।
click me!

Recommended Stories