'বর সামলাতে পারছেন না রাজ্য কি সামলাবেন', বিজেপি-তে যোগ দেওয়ার পর ব্যাপক ট্রোল শ্রাবন্তী

টলিউডের সর্বত্রই যেন এবার ভাগ হওয়ার পালা। একের পর এক তারকার গায়ে লাগছে রাজনীতির রঙ। বিধানসভা ভোটের আগে ঝড়ের মত সেলেবরা যোগ দিতে শুরু করেছেনে বিভিন্ন শিবিরে। নেতা-অভিনেতা মিলে মিশে একাকার। সেই তালিকাতে নাম লিখিয়েছেন শ্রাবন্তীও। 

Jayita Chandra | Published : Mar 2, 2021 7:57 AM
111
'বর সামলাতে পারছেন না রাজ্য কি সামলাবেন', বিজেপি-তে যোগ দেওয়ার পর ব্যাপক ট্রোল শ্রাবন্তী

বর্তমানে টলিউড তারকারা একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার প্রতিযোগিতায় যেন নাম লিখিয়েছেন। 

211

সোমবার সন্ধ্যেবেলা দিলীপ ঘোষের উপস্থিতিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় যুক্তহন গেরুয়া শিবিরের সঙ্গে।

311

এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নিজের নতুন সফরের কথা আকারে-ইঙ্গিতে জানিয়ে সোশ্যাল মিডিয়া একটি প্রশ্ন করেন শ্রাবন্তী।

411

এই পোষ্ট নজরে আসার পরই ব্যাপক ট্রোল হতে শুরু করেন অভিনেত্রী। নেটিজেন কটাক্ষে উঠে আসে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন।

511

শ্রাবন্তীর বৈবাহিক জীবনে বারে বারে ছন্দ পতন হওয়া ঘটনাগুলোকে অস্ত্র করে তোলে এদিন ট্রোলাররা।

611

পরপর তিনটি বিয়ে কোনটি স্থায়ী হয়নি। রষ্ণী সঙ্গে যোগাযোগ নেই দীর্ঘ ছয় মাস। এই বিয়ে ভাঙ্গনের খবর সবার কাছে স্পষ্ট।

711

এমনই অবস্থায় রাজ্য রাজনীতিতে যোগ দিতে আসা শ্রাবন্তী কে কটাক্ষ করতে ছাড়ল না নেট দুনিয়া।

811

কমেন্ট বক্সে উঠে পড় সামলাতে পারেনা না অগণিত মানুষকে কিভাবে সামলাবে! যদিও সেলেবদের ব্যক্তিগত জীবন এভাবে প্রকাশ্যে আলোচিত হওয়াটাই কাম্য নয়।

911

অন্যান্যদের মত এ বিষয়ে বিন্দুমাত্র নজর দিতে নারাজ শ্রাবন্তী। বড় জীবনের নয়া ইনিংসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

1011

এক সংবাদমাধ্যমের কাছিম মুখ খুলে শ্রাবন্তীকে শুভেচ্ছা জানান এদিন রোশান।

1111

এই দেখে নিজেকে থামিয়ে রাখতে পারলেন না পরিচালক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তিনিও চিকুর আরোগ্য কামনা করলেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos