টলিউডের হট ফেভারিট রাজ-শুভশ্রী জুটি সর্বদা পেজ থ্রি-র পাতা সরগরম করে রেখেছে। পার্টি থেকে ফ্যামিলি আড্ডা লাভ বার্ডসদের নিয়ে উন্মাদনার পারদ সর্বদাই তুঙ্গে। একে অপরকে জড়িয়ে ভালবাসায় মত্ত রাজ-শুভশ্রী। ইউভানকে ছেড়ে নিজেদের কোয়ালিটি মুহূর্ত কাটাতে কোথায় গেলেন এই হট কাপল। চরম ঘনিষ্ঠ মুহূর্তের আদরমাখা ছবিই নিজের সোশ্যালে শেয়ার করেছেন শুভশ্রী। ব়োম্যান্টিক এই ছবিই এখন নেটদুনিয়ার হটকেক।
রাজ-শুভশ্রীও বেশ খোশমেজাজেই উপভোগ করেন এই বিষয়টি। সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বাড়াতে সিদ্ধহস্ত শুভশ্রী।
49
সম্প্রতি নিজের ইনস্টা-তে চরম ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে লাইমলাইটে টলিপাড়ার এই লাভবার্ডস। হঠাৎ করে কোথায় গেলেন তারকা দম্পত্তি তা জানতেই মুখিয়ে দর্শক।
59
কখনও গার্লস ডে আউট, আবার কখনও বন্ধুদের সঙ্গে নাইটক্লাব, আবারও কখনও পার্টি মুডে রয়েছেন রাজ-শুভশ্রী।