বছর দুয়েক আগে চার হাত এক হয় 'রাজশ্রী'র, বাগদান থেকে বিয়ের গোটা অ্যালবাম যেন রূপকথায় ভরা

দেখতে দেখতে কেটে গেল দু-দুটো বছর। তারই মাঝে বিবাহবার্ষিকীর দিনে মা হওয়ার খবর পেড়ে সকলকে তাক লাগালেন 'রাজশ্রী'। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হালকা বেবি বাম্প ফ্লন্ট করে প্রেগনেন্সির খবর ঘোষণা করেছেন। ঠিক বছর দুয়েক আগেই বাওয়ালি রাজবাড়িতে এলাহি আয়োজন করে বিয়ে হয়েছিল রাজ-শুভশ্রী। যা আজও সকলের চোখে লেগে আছে। এমন এলাহি আয়োজন, রাজবাড়িতে উঠোনে সমস্ত আচার অনুষ্ঠান মেনে বিয়ে। যাকে বলে একেবারে ট্রাডিশনাল ওয়েডিং। সেই বিয়ের পুরনো অ্যালবামে বারবার চোখ পড়ে যায়। প্রতিটি মুহূর্ত যেন আজও রূপকথার মতই লাগে। 

Adrika Das | Published : May 11, 2020 12:53 PM / Updated: May 11 2020, 09:54 PM IST
110
বছর দুয়েক আগে চার হাত এক হয় 'রাজশ্রী'র, বাগদান থেকে বিয়ের গোটা অ্যালবাম যেন রূপকথায় ভরা

মার্চ মাসের শুরুর দিকে চুপিসারে বাগদান সেরেছিলেন সেলেব-দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাতে বাগদানের আংটি পরে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দুজনের। যা দেখে হতবাক গোটা নেটদুনিয়া।

210

তাঁদের প্রেমের খবর কানাঘুষো এসেছিল ঠিকই তবে একেবারে চটজলদি বাগদান সেরে ফেলবেন টা অনুমান করেনি কেউই।

310

বাগদান চুপিসারে সারলেও বিয়েতে কোনও খামতি রাখেনি। রাজে এবং শুভশ্রীর ভক্তরা তাতে বেশ আনন্দিত হয়েছিল।

410

তাদের প্রথমদিকে খানিক অভিমান হয়েছিল দুই তারকার উপর। সেই খামতি পুরো করে দিয়েছিলেন রাজশ্রী। বাওয়ালি রাজবাড়িতে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। সপ্তাহভর চলল সেলিব্রেশন।

510

গায়ে হলুদ, মেহেন্দি, আইবুড়োভাত, আরও কত কী। সবকিছুরই সঙ্গে সঙ্গে আপডেট এসে গিয়েছিল নেটদুনিয়ায়।

610

দু বছর আগে এই দিনটিতে সোশ্যাল মিডিয়া থেকে চোখ সরাতে পারেনি শুভশ্রী ভক্তরা। কখন কোন ছবি আসে সেই এক্সাইটমেন্টেই কেটেছিল বিয়ের সেই পুরো সপ্তাহ।

710

গায়ে হলুদে শুভশ্রীর অট্টোহাসি, অন্যদিকে মেহেন্দিতে রাজের নাচ, আবার আইবুড়োভাতের সকালে রাজ-শুভশ্রীর ক্যানডিড মুহূর্ত।

810

বিয়ের পুরো অ্যালবামই ধরা পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ফিডে তখন একটাই খবর রাজ-শুভশ্রীর রাজকীয় বিয়ে।

910

বিয়েতে লাল বেনারসী সঙ্গে সোনার ভারী গয়না। ভক্তদেরকথায়, রাজবধূর মত দেখাচ্ছিল শুভশ্রীকে।

1010

অন্যদিকে সবুজ রঙের পাঞ্জাবিতে রাজ। টলিউডের এই পরিচালককে আগে কখনই এত হ্যান্ডসাম লাগেনি বলে দাবি ছিল নেটিজেনের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos