সর্বনাশ, নীলের হাতে সিঁদুর পরে স্বামী বলছেন অভিজিৎ-কে, তৃণার কেলেঙ্কারি কান্ডে শোরগোল নেটদুনিয়ায়

দীর্ঘ ১০ বছরের প্রেমের  পরিণতি।  বহু প্রতীক্ষার পর ৪ ফেব্রুয়ারি জমকালো বিবাহ আসর বসেছিল টলিপাড়ায়। বৈদিক মন্ত্রধ্বনি উচ্চারণ, অগ্নিসাক্ষী রেখে  হিন্দু সনাতন রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।  বিয়ের একসপ্তাহ না কাটতেই কেলেঙ্কারি কান্ড ঘটালেন নতুন বউ। নীলের হাতের সিঁদুরে সিঁথি রাঙানোর পর নিজের স্বামী বলে দাবি করছেন অভিজিৎকে। তৃণার এই ঘটনায় চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের।

Riya Das | Published : Feb 11, 2021 5:17 AM IST
19
সর্বনাশ, নীলের হাতে সিঁদুর পরে স্বামী বলছেন অভিজিৎ-কে, তৃণার কেলেঙ্কারি কান্ডে শোরগোল নেটদুনিয়ায়

বহু প্রতীক্ষার পর ৪ ফেব্রুয়ারি জমকালো বিবাহ আসর বসেছিল টলিপাড়ায়। বৈদিক মন্ত্রধ্বনি উচ্চারণ, অগ্নিসাক্ষী রেখে  হিন্দু সনাতন রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।  

29

নীলের হাতে সিঁদুর সিঁথিতে উঠতেই লজ্জায় রাঙা নয়, বরং হাসিমুখেই দেখা গিয়েছে নববধূ তৃণাকে। সিঁদুরদানের মিষ্টি মুহূর্তে নিজের সোশ্যালে শেয়ার করে নীল লিখেছেন, আজ সে মেরা সব তেরা হো গায়া। সকলেই নববধূকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

39

বিয়ের ঠিক ২৫ দিন আগেই রূপকথার এনগেজমেন্ট পর্ব সেরে ফেলেছেন প্রেমিক জুটি।  আলোর রোশনাইয়ের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে সংগীতের আসর ও এনগেজমেন্ট পর্ব। 

49

শ্বশুরবাড়িতেও গিয়েও ফুলসজ্জা খাট থেকে তাদের কাপল রোম্যান্স নজর কেড়েছে নেটিজেনদের। প্রতিটি মুহূর্তের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই জুটি।

59

শ্বশুরবাড়িতেও গিয়েও ফুলসজ্জা খাট থেকে তাদের কাপল রোম্যান্স নজর কেড়েছে নেটিজেনদের। প্রতিটি মুহূর্তের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই জুটি।

69

এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক চললেও বিয়ের একসপ্তাহের মধ্যে কেলেঙ্কারি কান্ড ঘটালেন নীলের বউ তৃণা। নীলের সঙ্গে সাতপাক, মালাবদল, সিঁদুরদান করেও অভিজিৎকে নিজের স্বামী বলছেন তৃণা।

79

নিজের আইবুড়ো স্টেটাসকে এবার ম্যারেড করে দিলেন তৃণায এবং সেখানেই নীল নয়, অভিজিৎ ভট্টাচার্যকে নিজের স্বামী বলে স্বীকৃতি দিয়েছেন গুনগুন। তারপর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

89

বিষয়টি একটু খোলসা করে বলা যাক, আসলে অনেকেই জানেন না নীলেরই আসল নাম অভিজিৎ ভট্টাচার্য। নীল ওরফে অভিজিৎ এবং জিতু একই ব্যক্তি।

99

 নিজের মনের মানুষকেই স্বামীর জায়গায় রেখেছেন তৃণা।

Share this Photo Gallery
click me!

Latest Videos