বাগদান থেকে বৌভাত, শুভশ্রীর বিয়ের ফ্যাশন টিপস আজও সেরা

বছরে দুয়েক আগে ঠিক এই সময় সপ্তাহভর চলেছিল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ের আচার অনুষ্ঠান। বাওলি রাজবাড়িতে রাজকীয় বিয়ে। তার আগে কলকাতার আরবানা কমপ্লেক্সে গ্র্যান্ড এনগেজমেন্ট পার্টি। শুভশ্রীর বিয়ে নিয়ে তাঁর ভক্তরার উত্তেজনা ছিল তুঙ্গে। এখন তাঁর প্রেগনেন্সির খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের খুশির অন্ত নেই। শুভেচ্ছা ভরছে কমেন্ট সেকশন। শুভশ্রী সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মা হওয়ার খবর পেড়েছেন। দ্বিতীয় ছবিতে উঁকি মারছে তাঁর বেবি বাম্প। সেই নিয়েই তোলপাড় গোটা নেটদুনিয়ায়। বিবাহবার্ষিকীর দিনটাই বেছে নিয়েছেন এই ঘোষণ করার জন্য। শুভশ্রীর বিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে সকলের উচ্ছ্বাস যতখানি, ততটাই তারা অনুসরণ করেন শুভশ্রীর স্টাইল।

Adrika Das | Published : May 11, 2020 10:18 AM IST
114
বাগদান থেকে বৌভাত, শুভশ্রীর বিয়ের ফ্যাশন টিপস আজও সেরা

শুভশ্রীর নিজের বাগদান থেকে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠানে যে ধরণের ফ্যাশনের খেল দেখিয়েছেন সেখান থেকেই টিপস নিয়ে ফেলেছে তাঁর অসংখ্য ভক্তরা।

214

প্রথমেই আসা যাক বাগদান পর্বে। তিনি বাগদানে সম্পূর্ণ গ্লিটার বেছে নিয়েছিলেন। কোল্ড শোল্ডারের চলি দিয়ে গ্লিটারি লেহেঙ্গা আজও চোখে লেগে আছে মহিলা ভক্তদের।
 

314

তার সঙ্গে গয়না গাটি বলতে কেবল মাংটিকা। অন্যদিকে কয়েক মাস পরে নিজের বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠানে বিভিন্ন সাজে দেখা যায় তাঁকে। 

414

গায়ে হলুদে হলুদ রঙের লেহেঙ্গা। যা গরমের সময় সহজেই বেছে নিচে পারেন যেকোনও কনে। 

 

514

তার সঙ্গে সুন্দর করে তৈরি ফুলের গয়না। সাদা এবং হলুদ লেহেঙ্গার সঙ্গে ফুলের গয়না বেশ মানানাসই।

614

লেহেঙ্গার ওরনাটাও শুভশ্রী নিয়েছেন বেশ অন্যরকম ভাবে। বিয়ের হাজারও কাজের মধ্যে তাঁর ফ্যাশন ছিল টপ নচ। 

714

এছাড়া শুভশ্রীর যে লুকটি সকলের খুব পছন্দ হয়েছে তা হল ঘিয়ে রঙের শাড়ি এবং লাল ব্লাউজ।

814

ঘিয়ে রঙের শাড়ি আটপৌঢ়ে ভাবে পরা, তার সঙ্গে লাল রঙের লম্বা হাতার ব্লাউজ।
 

914

গয়নার দিক থেকে বেছে নিয়েছেন পুরনো দিনের বাঙালির ট্রাডিশনাল গয়না। 

1014

এখন যাকে আমরা চোকার বলি তেমনই একটি হারের সঙ্গে লম্বা ছাতি অবধি একটি সরু হার পরেছিলেন। 

1114

বিয়ের দিনের সাজ অবশ্য একেবারে অন্যরকম। লাল টুকটুকে বেনারসি শাড়ি, ভারী গয়না, মেকআপ মানানসই।

1214

তারপর বৌভাতের লুকেও রয়েছে ভিন্নতার ছোঁয়া। ফুল স্লিভ চোলির সঙ্গে হালকা বাদামি রঙের লেহেঙ্গা, সঙ্গে শুধু একজোরা ভারী দুল। 

1314

প্রত্যেক অনুষ্ঠানের জন্য পারফেক্ট পোশাক এবং সাজগোজের টিপস অবশ্যই শুভশ্রীর থেকেই নেওয়া উচিত।

1414

অতিরিক্ত মেরআপ নয়, অতিরিক্ত সাজ নয়। যে দিনের জন্য যেমন পোশাক এবং মেকআপ প্রয়োজন ততটাই করেছিলেন অভিনেত্রী।

Share this Photo Gallery
click me!

Latest Videos