জয়ের মুখোশ টেনে খোলার সময়, তবে কি মিটবে রাধিকা-কর্ণের ভুল বোঝাবুঝি

'কীকরে বলব তোমায়' ধারাবাহিকে এখন টানটান উত্তেজনা। মা-ছেলেকে কাছে আনার প্রচেষ্টায় এতদিন ছিলেন রাধিকা। কর্ণের প্রতি তার মায়ের রাগ মিটবে অনুরাধার। নির্মলা এবং রাধিকার সম্পর্কে চিড় ধরাকেই জোড়ার চেষ্টায় কর্ণ। অন্যদিকে জয় ও বাবলির সম্পর্ক নিয়ে শুরু হল নয়া সমস্যা। কী ঘটতে চলেছে আগামী পর্বে। 'কীকরে বলব তোমায়' ধারাবাহিকে এখন বিয়ে পর্ব ছাড়িয়ে এসে গিয়েছে সাংসারিক কলহ এবং ভুল বোঝাবুঝি, মান অভিমানের পালায়। একের পর এক ঘটনায় রাধিকার থেকে ক্রমাগত চলে গিয়েছে মায়ের ভালবাসা। দূরে সরে যাচ্ছে নায়ক নায়িকা। 

Adrika Das | Published : Sep 29, 2020 5:02 PM IST / Updated: Sep 29 2020, 11:01 PM IST
19
জয়ের মুখোশ টেনে খোলার সময়, তবে কি মিটবে রাধিকা-কর্ণের ভুল বোঝাবুঝি

রাধিকা এবং কর্ণ একে অপরকে বিভিন্ন ঘটনার জেরে ভুল বুঝেই চলেছে। সম্প্রতি জয়কেও নিয়েও শুরু হল আরও এক পর্ব। 

29

বাবলির কাছে জয়ের আসল রূপ প্রকাশ পেতেই কর্ণের কাছে ছুঁটে আসে সে। জয়ের বিষয় সবটা জানায় বাবলি। 

39

রাধিকা নিজের ভুল বুঝতে পারলেও কর্ণের সঙ্গে কোনও কথা বলতে চায়নি। জয়ের আসল রূপ প্রকাশ্যে এসেছে।

49

যার জেরে বাবলি কর্ণের কাছে ছুঁটে আসে সাহায্য চাইতে। রাধিকা নিজের ভুল বুঝতে পারলেও কর্ণের সঙ্গে কোনও কথা বলে না। 

59

কর্ণ এ বিষয় কথা বলতে গেলেই রাধিকাও তাকে জানায়, সে তাকে বারবার বলার পরও ডিজাইন নষ্ট করার বিষয় তৃষাকে ভরসা করেছিল কর্ণ।

69

নানা কারণে ভুল বোঝাবুঝি ক্রমশ বেড়েই চলেছে কর্ণ এবং রাধিকার মধ্যে। যার জেরে উত্তেজনা ছড়িয়েছে দর্শকমহলেও। 

79

সেই উত্তেজনার কারণে একাধিক দর্শক রাধিকাকেই দোষারোপ করে চলেছে। তাদের মতে, রাধিকা প্রতিনিয়ত কর্ণকে ভুল বোঝে। 

89


ইতিমধ্যেই এই টানটান উত্তেজনার মাঝেই কিছু সংখ্যক দর্শক আবার মিস করছে কর্ণ এবং রাধিকার রোম্যান্স। 

99

তাদের মধ্যে বস এবং অ্যাসিসটেন্টের সম্পর্ক এখনও একই রকম তবে সেই সম্পর্কের মাঝেই কোথাও রয়েছে ভালবাসার টান। কবে শুরু হবে তাদের ফুল ফ্লেজেড রোম্যান্স, সেই কৌতূহলও রয়েছে দর্শকমহলে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos