নুসরতের হয়ে যশের লড়াই, নিখিলকে কি 'সাপ' বলে কুমন্তব্য 'প্রেমিক'র

নসুরত জাহান এবং নিখিল জৈনের সখী সংসারের মাঝে এসে পড়েছেন যশ দাশগুপ্ত। এমনই নানা গুঞ্জনে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। সূত্রের খবর, নুসরত ও নিখিল এই মুহূর্তে আলাদা থাকছেন। নুসরতের রাজস্থান ট্রিপের পর থেকেই তাঁর সম্পর্কে চিড় ধরা নিয়ে নিত্যদিন খবর আসা শুরু হয়। রাজস্থানে যশের সঙ্গেই ঘুরতে গিয়েছিলেন নুসরত। নসুরত এ বিষয় মুখে কুলূপ আঁটলেও যশ জানান, তাঁর এই রাজস্থানের ট্রিপ ছিল একান্ত ব্যক্তিগত। 

Adrika Das | Published : Jan 15, 2021 4:35 PM
18
নুসরতের হয়ে যশের লড়াই, নিখিলকে কি 'সাপ' বলে কুমন্তব্য 'প্রেমিক'র

নুসরতকে তাক করেই নিখিল গত বছরের শেষে একটি পোস্টও করেছিলেন নিখিল। যেখানে তাঁর রিউমার্ড লিপ ফিলার্স নিয়ে মন্তব্য করেছিলেন নিখিল। 

28

নিখিলকে নিয়ে নুসরতের মনে তিক্ততা আছে কি নেই, সে নিয়ে এখনও কোনও পোস্ট পাওয়া যায়নি নুসরতের প্রোফাইল থেকে। 

38

তবে যশের পোস্টে চোখ কপালে উঠল সকলের। তবে কি এবার নুসরতের হয়ে জবাব দিচ্ছেন যশ। 

48

সম্প্রতি তিনি নিজের ইনস্টা স্টোরিতে একটি মিম পোস্ট করেছেন। যেখানে লেখা, "সাপেরা আর হিস শব্দ করে ফনা তোলে না। তারা তোমাকে ভাই, বোন বলে ডাকে।"

58

নিখিলকে তোপে দেগেই কি এই পোস্ট। না চাইতেও নিখিল ও নুসরতের সমস্যায় ঢুকে পড়েছেন তিনি। 

68

নুসরতের সঙ্গে নাম জড়াতেই বিনোদন মহলে তাঁদের নিয়ে বিভিন্ন কানাঘুষো আসছে। যাতে যশ কান দিতে একেবারেই উৎসাহি নন।

78

এই পোস্টে যে অবশ্য নিখিলকে তোপ দেগেই কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ইন্ডাস্ট্রিতে কি আরও শত্রু বানিয়ে ফেলেছেন তিনি। 

88

যশের জনপ্রিয়তা নিয়ে চিন্তিত তাঁর ভক্তরা। নুসরতের সঙ্গে তাঁর নাম জড়ানোর পর নুসরত-ভক্তরা মুখ ফিরিয়ে নিয়েছে যশের দিক থেকে। অন্যান্য সিনেমপ্রেমীরাও যশকে দোষ দিচ্ছেন নুসরতের জীবনে 'পরপুরুষ'র মত আগমণ করার জন্য। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos