'যশ না মিলি', কার সঙ্গে আদুরে প্রেমে মজেছেন মিমি, সাফ জানিয়েদিলেন সাংসদ অভিনেত্রী


ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রী মিমি একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। ৩২-শে পা দিলেন টলিপাড়ার অভিনেত্রী। ইতিমধ্যেই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা জানিয়েছেন বন্ধুবান্ধব থেকে ভক্তরা। টলিপাড়ার অন্দরে কান পাতলেই মিমির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। একদিকে নুসরতের প্রেমিক যশের সঙ্গেও গুঞ্জন শোনা যাচ্ছে, আবার অন্যদিকে ইন্টারন্যাশনাল লুকের বাঙালি বর খুঁজছেন মিমি।  মিমির গোপন কথা প্রকাশ্যে আসা মাত্রই সাংসদ অভিনেত্রী বিশেষ বন্ধু মিলির কথা মনে পড়ে যাচ্ছে সাইবারবাসীর। তবে কি মিলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন মিলি, নাকি নুসরতের প্রেমিক যশের সঙ্গে আদুরে প্রেমে মজেছেন অভিনেত্রী,  জল্পনা বাড়ছে টলিপাড়ার অন্দরে।

Riya Das | Published : Feb 11, 2021 12:59 PM / Updated: Feb 11 2021, 01:02 PM IST
19
'যশ না মিলি', কার সঙ্গে আদুরে প্রেমে মজেছেন মিমি, সাফ জানিয়েদিলেন সাংসদ অভিনেত্রী

টলিপাড়ার অন্দরে জোর কানাঘুষো চলছে মিমি চক্রবর্তীকে নিয়ে। নুসরতের প্রেমিক যশ দাশগুপ্তর সঙ্গেই মিমির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। 

29


নেটিজেনরা বলতে শুরু করেছেন, নুসরতকে ছেড়ে নাকি মিমির দিকে ঝুঁকছেন যশ। যদি সকলেই পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট।
 

39

অন্যদিকে মিমির পাত্র খোঁজার দায়িত্ব নিলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। বর হতে হবে বাঙালি আবার ইন্টারন্যাশনাল লেবেলের লুকও থাকতে হবে। এমন পাত্র কোথায় পাওয়া যাবে, যার জন্য হন্যে হয়ে খুঁজছেন নুসরত। 

49

ইন্টারন্যাশনাল লেবেলের বরের কথা শুনেই মিমির বিশেষ বন্ধু তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ারের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। বছর চার আগে তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহান কিজিলকায়ারের সঙ্গে গ্যাংস্টার ছবির শুটিংয়ে গিয়ে আলাপ হয় মিমি।

59

যশ বা মিলি করোর নাম না নিয়েই মিমি জানিয়েছেন, আপাতত সিঙ্গল লাইফটাই চুটিয়ে উপভোগ করছেন তিনি। সঙ্গে দুই পোষ্যকে নিয়েই তার সময় দিব্যি ভালই কাটছে।

69


মিমি বরাবরই দাবি করেন তিনি সিঙ্গল। লাভ লাইফে উঁকি মারলেও কিছু স্পষ্ট নয়। রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেক আপের পর তিনি এখন সিঙ্গল।

79

 রাজের সঙ্গে মিমির সম্পর্ক সেইসময় টালমাটাল ছিল। এবং সূত্র থেকে শোনা গিয়েছিল, মিলির সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি ভেঙে গিয়েছিল রাজ-মিমির সম্পর্ক। যদিও এই অভিযোগ মানতে নারাজ ছিলেন মিমি।

89


নুসরত জাহান এবং নিখিল জৈনর বিয়েতেও একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল মিমি-মিলিকে। তবে মিলি না যশ কার সঙ্গে গোপনে প্রেমে মজেছেন মিমি চক্রবর্তী, যা নিয়ে নেটিজেনদের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। 

99

সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের লাভ লাইফ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos