হাসি ও অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। বলিউডের তিন খানের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন। আর সবার সঙ্গেই তাঁর রয়াসন ছিল একেবারে চোখে পড়ার মতো। 'দিল সে', 'চোরি চোরি চুপকে চুপকে', 'কাল হো না হো', 'বীর জারা'-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর আসল নাম প্রীতম জিন্টা।