কার টর্চারে দমবদ্ধ অবস্থা অভিষেকের, ঐশ্বর্য-আরাধ্যাকে নিয়ে কেন দূরে যেতে চাইছেন জুনিয়র বচ্চন

করোনা থাবা বসিয়েছে গোটা বিশ্বে। গতবছর থেকে এইবছর এখনও পর্যন্ত বন্দি দশায় হাঁসফাঁস অবস্থা সকলেরই। করোনা প্রথম ঢেউ এর রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বিশ্ববালী। কবে সেই হবে সংক্রমণ, তারই দিন গুনছে বিশ্ববাসী। দমবন্ধ হয়ে আসছে অভিষেক বচ্চনের। করোনা সংক্রমণ কাটলেই  ঐশ্বর্য ও আরাধ্যাকে নিয়ে দূরে কোথায় যেতে চান জুনিয়র বচ্চন। আপাতত সংক্রমণ কাটার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন অভিষেক।

Riya Das | Published : Jun 18, 2021 5:40 AM IST
18
কার টর্চারে দমবদ্ধ অবস্থা অভিষেকের, ঐশ্বর্য-আরাধ্যাকে নিয়ে কেন  দূরে যেতে চাইছেন জুনিয়র বচ্চন

বন্দি দশায় সময় কাটাতে সকলেই বিনোদনের রসদ খুঁজে নিচ্ছেন। এই সময়টাতেই বলি তারকাদের পুরোনো ভিডিও, গসিপ, ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

28

বন্দি দশায় সময় কাটাতে সকলেই বিনোদনের রসদ খুঁজে নিচ্ছেন। এই সময়টাতেই বলি তারকাদের পুরোনো ভিডিও, গসিপ, ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

38


দমবন্ধ হয়ে আসছে অভিষেক বচ্চনের। করোনা সংক্রমণ কাটলেই  ঐশ্বর্য ও আরাধ্যাকে নিয়ে দূরে কোথায় যেতে চান জুনিয়র বচ্চন।
 

48


 আপাতত সংক্রমণ কাটার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন অভিষেক। নয়া লাইভ সেশন অভিষেক জানিয়েছেন, সবকিছু স্বাভাবিক হলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে চান অভিষেক বচ্চন।

58


 আপাতত সংক্রমণ কাটার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন অভিষেক। নয়া লাইভ সেশন অভিষেক জানিয়েছেন, সবকিছু স্বাভাবিক হলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে চান অভিষেক বচ্চন।

68

অভিষেক জানিয়েছেন, আমরা সবসময় লং ড্রাইভ পছন্দ করি। এই মহামারি কাটলেই মেয়ে ও স্ত্রীকে নিয়ে লং রোড ট্রিপে যেতে চাই।
 

78

গত বছরেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বচ্চন পরিবারের চার সদস্য অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, অমিতাভ বচ্চন ও আরাধ্যা।

88


তবে ঐশ্বর্য ও আরাধ্যা এক সপ্তাহের মধ্যে ছুটি  পেয়ে গেলেও সংক্রমণের জেরে ১ মাস নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos