বলিউডের খান, ভাট, কাপুর, জোহরদের বিরুদ্ধে যখন একের পর এক অভিযাগ উঠছে, সেখানে বিগ বি-র ছেলে হওয়া সত্ত্বেও একাধিক পরিচালক-প্রযোজক কীভাবে তাকে ফিরিয়ে দিয়েছিল, সেই নির্মম সত্যকেই তুলে ধরলেন অভিষেক। কতটা স্ট্রাগল করে আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন তা সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিষেক।