আউটডোর নিয়ে কথা প্রসঙ্গে অভিষেক জানিয়েছেন, সাধারণত স্বামী-স্ত্রীর মধ্যে যা নিয়ে কথা হয়,তুমি খেয়েছ কিনা, কেমন কাটল তোমার সারাদিন, আমাদের মোটেই তেমনটা হয় না। ঐশ্বর্য আমাকে ফোন করে জানতে চায়,তুমি কি খেতে চাও বলো? তারপর ও আমার জন্য খাবারের অর্ডার করে দেয়। ও এটাও জানে যে ফোন না করলে আমি না খেয়েই থাকব। আমি রুম সার্ভিসে ফোন করতে পারি না। এই সমস্যাটা আমার আছে। বিশেষত অচেনা মানুষের সঙ্গে কথা বলতে গেলেই সমস্যা বাড়ে।