বলি পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ান খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন। আজ ৩৩ -শে পা দিলেন অভিনেতা। করণ জোহর পরিচালিত 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে বলিউডে অভিষেক ঘটেছিল বরুণ-এর। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। অভিনয়ের জন্য বাসন মাজা থেকে বাথরুম পরিষ্কার সবটাই করতে হয়েছিল অভিনেতাকে। যদিও শুনলে অবাক মনে হলেও এটাই সত্যি। নিজের জায়গা পাকাতে আর কী কী করতে হয়েছিল অভিনেতাকে জেনে নিন বিশদে।
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিতে বলিউডে অভিষেক ঘটেছিল বরুণ ধাওয়ানের।
211
অভিনয়ের জন্য তিনি যা করেছিলেন তা শুনলে অবাক হবেন প্রত্যেকেই।
311
বলিউড পরিচালক সুজিত সরকার একটি সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন ছবির শ্যুটিং চলাকালীন অনেক কঠিন কাজ করতে হয়েছিল বরুণকে।
411
ছবির শ্যুটিংয়ের জন্য একটি হোটেলে তার প্রশিক্ষণ হয়েছিল। সেই শুটিং চলাকালীন একজন প্রশিক্ষণার্থীর মতোই তাকে সবকিছু করতে হয়েছিল।
511
হোটেলের বাসন মাজা থেকে খাবার অর্ডার নেওয়া সব কিছুই করতে হয়েছিল বরুণকে।
611
সাক্ষাৎকারে বরুণ জানিয়েছিলেন যে হোটেলের মেঝে থেকে টয়লেট সমস্ত কিছুই পরিষ্কার করতে হয়েছে বরুণকে।
711
এমনকী একজন বিদেশী অভিনেতা বরুণকে প্রকৃত কর্মচারী হিসেবেও ভেবে নিয়েছিল।
811
নিজের অভিনয় দক্ষতা দিয়ে বি-টাউনে তিনি নিজের জায়গা প্রমাণ করে দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে আরও যোগ্য প্রমাণ করে তুলেছেন।
911
প্রতিটি ছবিতেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি প্রথম সারিতে চলে এসেছেন। এখনও পর্যন্ত ১০ টির বেশি ছবিতে অভিনয় করেছেন বরুণ।
1011
আপকামিং ছবি 'কুলি নম্বর ১' ছবিতে দেখা যাবে বরুণকে। সইফ কন্যা সারা আলি খানের বিপরীতে জুটি বাঁধবেন বরুণ। ছবিটি 'কুলি নম্বর ১' ছবির রিমেক। এবং ছবিটি পরিচালনাও করবেন ডেভিড ধাওয়ান।
1111
ইতিমধ্যেই করোনার প্রকোপ পড়েছে অভিনেতার ব্যক্তিগত জীবনে। ছোটবেলার বন্ধু নাতাশা দালালের সঙ্গেই গাটছড়া বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান। কিন্তু মহামারীর কারণে তাদের বিয়ে পিছিয়ে গেছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।