Published : Dec 15, 2020, 10:52 AM ISTUpdated : Dec 15, 2020, 10:53 AM IST
আট মাসের অন্তসত্ত্বা বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই সময়টায় খুবই সচেতন থাকাটা জরুরি। অন্তঃসত্ত্বা কালীনও নিজেকে ফিট রাখতে জোর কদমে চলছে শরীরচর্চা। এর পাশাপাশি কাজ থেকেও ছুটি নেননি অভিনেত্রী অনুষ্কা। বেবিবাম্প নিয়েও একের পর এক বিজ্ঞাপনী শুটিং সারতে দেখা গিয়েছে বিরাট ঘরনীকে। সম্প্রতি প্রকাশ্যে এল অনুষ্কার নয়া একটি বিজ্ঞাপন। এবং সেখানেই মা হওয়ার অনুভূতি শেয়ার করেছেন মম টু বি অনুষ্কা।
আর মাত্র কয়েকমাস। তারপরেই বিরুষ্কার জীবনে আসতে চলেছে নতুন অতিথি। বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা এখন লাইমলাইটে। অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মার এবার দিন গোনার পালা।
ভিডিওটিতে গান শুনতে দেখা গেল এবং শরীরের মধ্যে অন্য একটি প্রাণ বেড়ে ওঠার স্বর্গীয় অনুভূতি শেয়ার করলেন মম টু বি।
59
সন্তানের পেটে লাথি মারার ধরণই জানান দিল খিদে পেয়েছে সন্তানের, নিজের চেয়েও বেশি অন্যের চিন্তায় মগ্ন বিরাট ঘরনি।
69
এতদিন যে কথাটা নিজের মায়ের কাছ থেকে শুনতেন সেটা আজ উপলব্ধি করছেন অনুষ্কা। মা ও সন্তানের নিঃস্বার্থ ভালবাসাই তিনি আজ প্রতিটি মুহূর্তে উপভোগ করছেন।
79
অনুষ্কা নিজের প্রেগনেন্সি জার্নি প্রেগা নিউজের সঙ্গে শেয়ার করে জানিয়েছেন, 'কী দুর্দান্ত তাই না। ছোট্ট দুটো গোলাপি দাগ আপনার জীবন বদলে দিতে পারে'।
89
ডাক্তারের পরামর্শ মেনেই যোগাসন ও সঠিক ডায়েটে একদম সুস্থ রয়েছেন বলিউডের 'মম টু বি'। শীঘ্রই মা হতে চলেছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। অন্তঃসত্ত্বা কালীন একের পর এক খুনসুটির মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন বিরুষ্কা।
99
দিন যত এগোচ্ছে ততই যেন গ্ল্যামার ঠিকরে বেরোচ্ছে মাদার টু বি-র। প্রেগনেন্সির পুরো সময়টাই পরিবারের সঙ্গে কাটাচ্ছেন বিরাট পত্নী অনুশ্কা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।