আট মাসের অন্তসত্ত্বা বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই সময়টায় খুবই সচেতন থাকাটা জরুরি। অন্তঃসত্ত্বা কালীনও নিজেকে ফিট রাখতে জোর কদমে চলছে শরীরচর্চা। এর পাশাপাশি কাজ থেকেও ছুটি নেননি অভিনেত্রী অনুষ্কা। বেবিবাম্প নিয়েও একের পর এক বিজ্ঞাপনী শুটিং সারতে দেখা গিয়েছে বিরাট ঘরনীকে। সম্প্রতি প্রকাশ্যে এল অনুষ্কার নয়া একটি বিজ্ঞাপন। এবং সেখানেই মা হওয়ার অনুভূতি শেয়ার করেছেন মম টু বি অনুষ্কা।