Published : Feb 24, 2021, 09:29 AM ISTUpdated : Feb 24, 2021, 09:33 AM IST
৩৯-এ পা দিলেন বলি অভিনেতা করণ সিং গ্রোভার। জন্মদিনটা একটু স্পেশ্যাল করে তুলতেই বাড়িতে নয়, বরং নীল জলরাশি পছন্দ মাংকি লাভার-দের। সম্প্রতি মলদ্বীপে পাড়ি জমিয়েছেন দুজনে। করণের চেয়ে বয়সে ৩ বছরের বড় হলেও বয়স যে নিছক একটা সংখ্যামাত্র তাদের মাখোমাখো প্রেমেই তা স্পষ্ট। নীল জলরাশির মধ্যে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ আলিঙ্গনে মত্ত করণ-বিপাশা। এই বয়সেও বিকিনিতে সুপারহট বনতঙ্গয়া বিপাশা।
চারিদিকে নীল জলরাশি, জমিয়ে খাওয়া-দাওয়া তার সঙ্গে বার্থ ডে সেলিব্রেশন। পুরো বিষয়টা যেন একদম অন্যরকম।
79
অভিনেতা করণ সিং গ্রেভারের সঙ্গে 'অ্যালোন' ছবিতে তাদের ঘনিষ্ঠ অন্তরঙ্গতা মন কেড়েছিল সিনেমাপ্রেমীদের। তারপর থেকেই করণের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা।
89
বর্তমানে ৪ বছর ধরে দিব্যিই আছেন এই বলিউডের এই 'হট কাপল'। বলিউডের অন্যতম প্রিয় দম্পত্তির তকমাও রয়েছে তাদের।
99
বর্তমানে একটি ওয়েব-সিরিজে কাজ করছেন করণ-বিপাশা।রণ-বিপাশা। মলদ্বীপে গিয়ে ভিডিও-ছবি শেয়ার করে ভক্তদের ঘাম ঝরাচ্ছেন বিপাশা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।