জানেন কি, এই কারণেই কোটি টাকার ফ্ল্যাট ছেড়ে শাশুড়ি জয়ার সঙ্গে থাকেন ঐশ্বর্য

 ৪৭-শে পা দিলেন বলি অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। নবম শ্রেণীতে পড়াকালীন মডেলিং থেকে কেরিয়ার শুরু করেন অভিনেত্রী। তারপর থেকে একটু একটু করে নিজেকে আরও যোগ্য করে তুলেছিলেন অভিনেত্রী। মডেলিং দিয়েই সাফল্য অর্জন করেছিলেন। সেখান থেকেই যাত্রা শুরু, তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ঐশ্বর্যকে। কিন্তু এটা জানেন কি ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করার পর মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন ঐশ্বর্য, যার মূল্য ২১ কোটি টাকারও বেশি। কিন্তু নিজের বিলাসবহুল ফ্ল্যাট থাকা সত্ত্বেও শাশুড়ি জয়ার সঙ্গেই জলসায় থাকেন ঐশ্বর্য, জানুন কেন।

Riya Das | Published : Nov 1, 2020 6:29 AM IST / Updated: Nov 01 2020, 12:01 PM IST
19
জানেন কি,  এই কারণেই কোটি টাকার ফ্ল্যাট ছেড়ে শাশুড়ি জয়ার সঙ্গে থাকেন ঐশ্বর্য


 ২১ কোটি টাকার বিলাসবহুল বাংলো থাকা সত্ত্বেও শ্বশুরবাড়িতেই থাকেন ঐশ্বর্য। কিন্তু কেন? 

29


অভিষেক ও ঐশ্বর্য নিজেদের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে কেন বাড়িতে থাকেন, তা জানিয়েছিলেন নিজেই।

39


আলিশান বাংলো ছেড়ে কেন পরিবারের সঙ্গে থাকতে চান ঐশ্বর্য, তার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন বাবা-মায়ের সঙ্গে থাকতে চান বলেই তারা জলসায় থাকেন।

49


ঐশ্বর্য বলেছিল, আমার বাবা-মা ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে থাকার মূল্য শিখেয়েছি। একসঙ্গে থাকার মাধ্যমে পরিবারের প্রেম বাড়ে। এবং একে অপরের কাছাকাছি আসতে পারে। তাতে সম্পর্কও বাড়ে।

59


ঐশ্বর্যর বাড়ি মুম্বইয়ের সানটেক রিয়্যালিটিতে। এই অ্যাপার্টমেন্টটিতে সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে।

69


ফ্ল্যাটটির ভিতরে বড় সুইমিং পুল  রয়েছে।

79


বিলাসবহুল ফ্ল্যাটটির বেডরুমে বিশাল বড় জানলা রয়েছে, যেখান থেকে বাইরের দারুণ দৃশ্য দেখা যায়।

89

আকর্ষণীয় ইন্টেরিয়র ডিজাইন করা রান্নাঘরও রয়েছে ফ্ল্যাটের ভিতরে।

99

ফ্ল্যাটের ডাইনিং-এর আকর্ষণও চোখে পড়ার মতো।

Share this Photo Gallery
click me!

Latest Videos