'Sexiest' ঐশ্বর্যর 'কার্বন কপি' মেয়ে আরাধ্য়া, বিশ্বসুন্দরীর বিকিনি ছবিতে তুলনা নেটিজেনদের

বলিউডের মোস্ট গর্জিয়াস লেডি ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে সরগরম পেজ থ্রি-র পাতা। সম্প্রতি বলি অভিনেত্রী সোনম কাপুর প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্যর একটি পুরোনো ছবি শেয়ার করেছেন, যদিও পরে স্টোরি থেকে ঐশ্বর্যর ছবিটি সরিয়েও নিয়েছেন সোনম। সম্প্রতি ফ্যান পেজ থেকে রাই সুন্দরীর ছবি ভাইরাল অন্তর্জালে। টু-পিস বিকিনিতে ঐশ্বর্যকে দেখা মাত্রই আরাধ্যার 'কার্বন কপি'  বলে তকমা  দিয়েছেন নেটিজেনরা। ঝড়ের গতিতে ছবিটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Riya Das | Published : Apr 19, 2021 10:56 AM
111
'Sexiest' ঐশ্বর্যর 'কার্বন কপি' মেয়ে আরাধ্য়া, বিশ্বসুন্দরীর  বিকিনি ছবিতে তুলনা নেটিজেনদের

বলিউডের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছেন।

211


সম্প্রতি ফ্যান পেজ থেকে রাই সুন্দরীর পুরোনো ছবি ভাইরাল হয়েছে অন্তর্জালে। টু-পিস বিকিনিতে  ক্যামেরার দিকে তাকিয়ে ঐশ্বর্য।
 

311

ছবির ক্যাপশনে ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড পেজেন্ট হওয়ার পরই  তার এক্সক্লুসিভ সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরা হয়েছে।

411

ঐশ্বর্যকে  পুরোনো ছবিটি দেখা মাত্রই আরাধ্যার 'কার্বন কপি'  বলে তকমা  দিয়েছেন নেটিজেনরা। ঝড়ের গতিতে ছবিটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

511

নেটিজেনদের একজন লিখেছন, 'খুব কমই কেউ ঐশ্বর্যর মতোন এত সুন্দর হতে পারবে'।  অন্যজন আবার  'সবচেয়ে সুন্দর অভিনেত্রী' বলে মন্তব্য করেছেন।
 

611


বলিউডের তারকা দম্পত্তি অভিষক-ঐশ্বর্য রাই বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চনও বলিউডের অন্যতম জনপ্রিয় স্টারকিডদের মধ্যে একজন।

711

বলিউডের মোস্ট গর্জিয়াস সেক্সি মাম্মা ঐশ্বর্যর মতোনই আরাধ্যাও ততটাই সুন্দরী। ছোট বয়স থেকেই আরাধ্যা মায়ের মতোন পোশাক পরতে চান, যা সকলের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।

811

নেটিজেনরাও বলে থাকেন ঐশ্বর্যকে অনুকরণ করছেন মেয়ে আরাধ্যা। মায়ের পা তাল মিলিয়ে সর্বত্র দাঁপিয়ে বেড়াচ্ছে আরাধ্যা।

911

রেড কার্পেট হোক কিংবা যে কোনও পার্টি অনেক অনুষ্ঠানেই একই পোশাকে নজর কেড়েছেন ঐশ্বর্য-আরাধ্যা।
 

1011


পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে উৎসব অনুষ্ঠানে মায়ের মতো একই পোশাকে নজর কেড়েছে ঐশ্বর্য কন্যা আরাধ্যা।

1111

আসলে ছোট থেকেই মায়ের মতোন নিজেকে সাজিয়ে গুছিয়ে দেখতে চান আরাধ্যা।  মায়ের জন্য একচুলও জমি ছাড়তে চান ছোট্ট আরাধ্যা।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos