ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে অভিনয় করেই আইনি নোটিশ, চরম বিতর্কের মুখে পড়েছিলেন ঐশ্বর্য

 বি-টাউনে একের পর এক অভিনেতার সঙ্গে  বারবার নাম জড়িয়েছে  ঐশ্বর্য রাই বচ্চনের। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছেন ঐশ্বর্য। যা প্রকাশ্যে আসার পর সকলেই হতবাক। ঘটনাটি অনেকদিন আগের হলেও আবারও শিরোনামে উঠে এসেছে। 'ধুম ২' ছবিতে ঐশ্বর্য রাই এবং হৃতিকের অন্তরঙ্গতা নকলের নজর কেড়েছিল। তাদের লিপ লক  নিয়ে আজও সরগরম পেজ-থ্রি পাতা। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার পর কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল প্রাক্তন ইন্ডিয়া, অবশেষে মুখ খুললেন ঐশ্বর্য। জেনে  নিন বিশদে।

Riya Das | Published : May 7, 2020 4:21 AM IST
110
ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে অভিনয় করেই আইনি নোটিশ, চরম বিতর্কের মুখে পড়েছিলেন ঐশ্বর্য

'ধুম ২' ঐশ্বর্যর জীবনে বহুলচর্চিত একটি ছবি। যেই ছবির জন্য সবসময়েই লাইমলাইটে রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন।

210


একদিকে অভিষেকের সঙ্গে বাগদান হয়ে গিয়েছে আর সেই সময়েই বলি অভিনেতা হৃত্বিকের রোশনের সঙ্গে লিপ লকের দৃশ্য মারাত্মক ভাবে ভাইরাল হয়েছিল।

310

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্যর একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে ঐশ্বর্য নিজে জানিয়েছেন, চুম্বনের দৃশ্য করার পরই তিনি মারাত্মক প্যাঁচে আটকে পড়েছিলেন। শুধু তাই নয়, বচ্চন পরিবারও তার এই দৃশ্যটি মেনে নিতে পারেন নি।

410


বরাবরই নিজেকে বিতর্ক থেকে দূরে রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষমেষ তা আর পারেননি প্রাক্তন মিস ইন্ডিয়া। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কারণে তাকে আইনি নোটিশও পেতে হয়েছিল।

510


২০০৬ সালে 'ধুম ২' ছবিতে হৃত্বিকের বিপরীতে লিপ লক সাড়া বিশ্বে যেন ভাইরাল হয়েছিল। ঐশ্বর্য নিজেও ভাবেননি এই দৃশ্যের জন্য তাকে এতটা সমালোচনার মুখে পড়তে হবে।

610


একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বর্য নিজে জানিয়েছিলেন ঘনিষ্ঠ দৃশ্যের জন্য তাকে কীসের  মুখোমুখি হতে হয়েছিল। 

710


একসময়ে শারীরিক ঘনিষ্ঠ দৃশ্যে তিনি স্বাচ্ছন্দ ছিলেন না বলে হলিউডের বহু স্ক্রিপ্ট তিনি ছেড়ে দিয়েছিলেন।

810

তিনি নিজেও জানিতে দর্শকরা তাকে এই চরিত্রে দেখতে অতটাও স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাই হলিউডে না গিয়ে বলিউডে তিনি এই দৃশ্যে অভিনয় করেছিল। আর তাতেই তিনি দর্শকদের প্রতিক্রিয়া পেয়ে গেছিলেন

910

এই বিশেষ দৃশ্যে অভিনয় করেই আইনী নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য। যেখানে কেন তিনি এটা করলেন, তিনি অনেক মেয়েদের কাছেই আইকন, তাকে এই চরিত্রে মানায় না, এমন লেখাও পেয়েছিলেন ঐশ্বর্য।

1010


সূত্র থেকে আরও জানা গেছে, এই চুম্বন দৃশ্যে অভিনয়ের পর থেকেই হৃত্বিকের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন অভিষেক বচ্চন। এমনকী এই দৃশ্যটি সিনেমা থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল, যদিও তা সফল হয়নি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos