২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। আজ থেকে প্রায় ১৪ বছর আগের ঐশ্বর্য রাই বচ্চনের সোনার কাঞ্জিভরমের কথা সকলের মনে আছে। ঐশ্বর্যর সোনালি কাঞ্জিভরমটি ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা তৈরি করেছিলেন। ২২ ক্যারেট সোনার পাড়, দামী পাথর বসানো ছিল শাড়িতে। শাড়িটির দাম ছিল ৭৫ লক্ষ টাকা। এবং তখনকার সময়ে সবচেয়ে দামি শাড়ি ছিল ঐশ্বর্যর শাড়িটি।