গায়ের রঙ, চুলের স্টাইল নিয়ে কটাক্ষ, প্রথমসারির সুপারস্টারদের সঙ্গে টক্কর দিতে ঘাম ঝড়েছিল অজয়ের

Published : Apr 13, 2021, 04:01 PM IST

বলিউডে পা রাখার পর থেকেই যে সফরটা খুব মসৃণ ছিল এমনটা নয়। একের পর এক ছবিতে কাজ করে প্রমাণ করতে হয়েছিল অজয় দেবগণকে তাঁর প্রতিভা। গায়ের রঙ থেকে শুরু করে অভিনয়, একাধিক সময় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল অজয়কে। 

PREV
110
গায়ের রঙ, চুলের স্টাইল নিয়ে কটাক্ষ, প্রথমসারির সুপারস্টারদের সঙ্গে টক্কর দিতে ঘাম ঝড়েছিল অজয়ের

বলিউডে পা রেখে নিজের স্বপ্ন সত্যই করার কথা সকলেই ভাবে। কিন্তু প্রত্যেকের পথ মসৃণ হয় না। তেমনটাই ঘটেছিল অজয়ের ক্ষেত্রে।

210

বলিউডে পা রাখার পর থেকেই তিনি নিজের একাধিক সমালোচনার সন্মুখীন হয়েছিলেন। আর সেই সুবাদেই একাধিক বড় প্রযোজক সংস্থার সঙ্গে কাজ করা হয়নি তাঁর।

310

অজয়ের নাম ছিল বিশাল ভিরু দেবগণ। পরবর্তীতে তা পাল্টে রাখা হয় অজয় দেবগণ। যদিও তিনিকোনও সংস্কারেই বিশ্বাসী নন।

410

অথচ তাঁর কুষ্টি বিচার করে বাড়ির সকলে পদবী থেকে বাদ রাখতে বলেছিলেন এ । যার ফলে দেবগণ লেখার সময় এ লেখেন না অভিনেতা।

510

অজয়ের শুরুতে গায়ের রঙ বাধা হয়ে দাঁড়ায়। করণ জোহারের বাবা জানিয়েছিলেন এই অভিনেতা বেশি দূর যেতে পারে না।

610

কিন্তু অজয় নিজের অভিনয় গুণে সকলের মন জয় করেছিলেন। যদিও ফিরিয়েছিলেন একের পর এক ছবির প্রস্তাব।

710

শুরুতে কাজলেও পছন্দ ছিল না অজয় দেবগণকে। কিন্তু গুণ্ডারাজ ছবির শ্যুটিং-এ মোড় ঘোরে সম্পর্কের।

810

বর্তমানে অজয় দেবগণ প্রতিষ্ঠিত অভিনেতা। মোট ১০০ টি ছবি করেছেন অজয়। এখন আর ফিরে তাকানো নয়। নিজেই বক্স অফিসের ভার কাঁধে তুলে নেন।

910

হাতে একাধিক ছবি এখন অজয়ের। সেরা অ্যাকশনের জন্যও তিনি বলিউডে পরিচিত। নিজের স্টান্ট তিনি নিজেই করতেন।

1010

অজয়ই প্রথম যিনি নিজের জন্য প্রাইভেট জেট কেনেন, যাতে তাঁর কোথাও পোঁছতে দেরি না হয়ে যায়।

click me!

Recommended Stories