Published : Apr 08, 2020, 06:36 PM ISTUpdated : Apr 08, 2020, 06:37 PM IST
বলিউডে পা রাখার পর থেকেই বিভিন্ন সময় নানা ভাবে তোপের কবলে পড়ে হয়েছিল অজয় দেবগণকে। পেরথম দেখায় একাধিক পরিচালক তাঁকে নিতেও নাচক করেছিলেন। কিন্তু পরিস্থিতির সঙ্গে লড়েই ঘুরে দাঁড়িয়েছিলেন অজয় দেবগণ। অনেকেই প্রথে সুযোগ দেননি তাঁকে, হাত থেকে গিয়েছে একের পর এক বড় ছবির কাজ। তবুও মুখ বুজেই পরিস্থিতি সামলেছেন তিনি।