হুনারবাজ-দেশ কি সানের মঞ্চে বিচারকের আসনে করণ জোহর, মিঠুন চক্রবর্তী ও পরিনীতি চোপড়ার সঙ্গে এই এপিসোডে বিচারকের আসনেই বসবেন কৃতিও। আক্কি আর কৃতিকে এই শো-এ স্বাগত জানানোর পরই প্রতিযোগীদের ভিন্নস্বাদের পারফরমেন্সের আনন্দ উপভোগ করবেন সকলে। তবে এর মাঝে আক্কির নজর কাড়বে এই প্রতিযোগীতায় অংশগ্রহণকারী মাসলম্যান টিপু পহেলওয়ানের ট্যালেন্ট।