হুনারবাজের মঞ্চ মাতাতে আসছেন বলিউডের আক্কি, সঙ্গে হবে বচ্চন পাণ্ডের প্রমোশন

কালার্সের জমকালো  রিয়েলটি শো হুনারবাজ-দেশ কি সান। চলতি সপ্তাহের উইকেন্ডে এই রিয়েলটি শো-য়ের মঞ্চে অতিথির আসনে উপস্থিত থাকবেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। ভরপুর অ্যাকশন আর অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে এই রিয়েলটি শো-য়ের দর্শকের জন্য। চলতি সপ্তাহের উইকেন্ডে একদিকে যখন খেল দেখাবেন বলিউডের খিলাড়ি তখন অন্যদিকে রিয়েলটি শো-র মঞ্চে হবে সিনেমার প্রমোশনও। হুনারবাজ-দেশ কি সানের মঞ্চ থেকে হবে চ্চন পাণ্ডের প্রমোশন।
 

Kasturi Kundu | Published : Mar 11, 2022 3:00 PM
18
হুনারবাজের মঞ্চ মাতাতে আসছেন বলিউডের আক্কি, সঙ্গে হবে বচ্চন পাণ্ডের প্রমোশন

হুনারবাজ-দেশ কি সান .....উইকেন্ডে পপকর্ণ হাতে টিভির সামনে বসে দর্শক এনজয় করে কালার্সের জমকালো  রিয়েলটি শো হুনারবাজ-দেশ কি সান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিন্নস্বাদের ট্যালেন্টকে খুঁজে বের করে দর্শক দরবারে উপস্থাপনা করাই এই শো-এর মূল আকর্ষণ। চলতি সপ্তাহের উইকেন্ডে এই রিয়েলটি শো-য়ের মঞ্চে অতিথির আসনে উপস্থিত থাকবেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। 
 

28

অক্ষয় কুমারের উপস্থিতিতে আরও জমে উঠবে হুনারবাজ-দেশ কি সানের মঞ্চ। ভরপুর অ্যাকশন আর অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে এই রিয়েলটি শো-য়ের দর্শকের জন্য। চলতি সপ্তাহের উইকেন্ডে একদিকে যখন খেল দেখাবেন বলিউডের খিলাড়ি তখন অন্যদিকে রিয়েলটি শো-র মঞ্চে হবে সিনেমার প্রমোশনও। আক্কির সঙ্গে সেখানে উপস্থিত থাকছেন বলিডিভা কৃতি শ্যানন। আর হুনারবাজ-দেশ কি সানের মঞ্চ থেকে তাঁদের আগামী ছবি বচ্চন পাণ্ডের প্রমোশন করবেন এই তারকা যুগল। 
 

38

হুনারবাজ-দেশ কি সানের মঞ্চে বিচারকের আসনে করণ জোহর, মিঠুন চক্রবর্তী ও পরিনীতি চোপড়ার সঙ্গে এই এপিসোডে বিচারকের আসনেই বসবেন কৃতিও। আক্কি আর কৃতিকে এই শো-এ স্বাগত জানানোর পরই প্রতিযোগীদের ভিন্নস্বাদের পারফরমেন্সের আনন্দ উপভোগ করবেন সকলে। তবে এর মাঝে আক্কির নজর কাড়বে এই প্রতিযোগীতায় অংশগ্রহণকারী মাসলম্যান টিপু পহেলওয়ানের ট্যালেন্ট। 

48

মাসলম্যান টিপু পহেলওয়ানের মুখে বিশালাকৃতি ও ওজনদার লাঙ্গল মুখে নজরকাড়া স্ট্যানে চোখ একেবারে ছানাবড়া বলিউডের অ্যাকশন কিং অক্ষয়কুমারের। আক্কি নিজেই একজন স্ট্যান্ট ম্যান হিসাবে দর্শক দরবারে অত্যন্ত জনপ্রিয়। তাঁর মত একজন স্ট্যান্ট ম্যান কিন্তু টিপু পহেলওয়ানের স্ট্যান্ট দেখে একেবারে হতবাক হয়ে যাবেন বলিউডের এই সুপারস্টার। এই প্রতিযোগীর পারফরমেন্সে এতটাই মুগ্ধ হবেন আক্কি যে তাঁকে ফের একবার সেই স্ট্যান্ট করে দেখানোর অনুকরোধ করবেন বলিউডের অ্যাকশন কিং। 
 

58

আক্কির মত তারকা যখন কিছু অনুরোধ করছেন সেটা কী কখনও ফেলা যায়...টিপু পহেলওয়ানও তাঁর অনুরোধ ফেলতে পারেন নি। অক্ষয়ের জন্য তিনি আরও একবার সেই স্টান্ট করে দেখান। অন্যদিকে এই প্রতিযোগী অর্থাৎ টিপু পহেলওয়ানও স্টান্ট ম্যানকে এত কাছে পেয়ে তাঁর সঙ্গে লিফ্টিং-এ যোগ দেওয়ার আবদার করেন। আক্কিও এক কথায় রাজি হয়ে যান। 

68

টিপু পহেলওয়ানের অনুরোধের জন্যই ফের একবার আক্কি ম্যজিক দেখার সুযোগ পাবে দর্শক। আক্কি আর এই শো-য়ের প্রতিযোগী টিপু পহেলওয়ানের দুর্দান্ত সেই পারফরমেন্স তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন শো-য়ের সঞ্চালক বিউটিফুল ভারতী সিং ও তাঁর হাবি। বলাই বাহুল্য, হুনারবাজ-দেশ কি সানের মঞ্চে দুই ট্যালেন্টের মিলন ঘটল। 
 

78

হুনারবাজ-দেশ কি সানের মঞ্চে দেখা যাবে এক অন্য চিত্রও। আপন ছন্দে ওয়েট লিফ্টিং-এর জিনিস হাতে খোশ মেজাজে রয়েছেন বলিউডের অ্যাকশন হিরো। আর অন্য প্রান্তে দাঁড়িয়ে করতালিতে তাঁকে উৎসাহ দিচ্ছেন এই শো-য়ের প্রতিযোগী টিপু পহেলওয়ান। এই শো-য়ের মঞ্চে দুজন স্টান্টম্যানের যুগলবন্দী পারফরমেন্স যে দর্শক উপভোগ করবেন  সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। 
 

88

একাকী হোক বা দলবদ্ধ, যে কোনও ধরনের ট্যালেন্টই জায়গা পাচ্ছে কালার্সের জনপ্রিয় রিয়েলটি শো হুনারবাজ-দেশ কি সানের ম়ঞ্চে। সমাজে পিছিয়ে পড়া ট্যালেন্টগুলোতে সঠিক প্ল্যাটফর্মের অভাবে যেন একটা আস্তরণ পড়ে গিয়েছিল। সেই আস্তরণ সরিয়ে নিজেকে সাহসের সঙ্গে আপামোর জনসাধারণের সামনে নিজের প্রতিভাকে মেলে ধরে নিজের নতুন পরিচয় গঠনের আদর্শ মঞ্চ হুনারবাজ-দেশ কি সান। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos