আইনের মতে, গণমাধ্যম বা নেটমাধ্যমে ধর্ষিতার নাম ফাঁস করা অনৈতিক। সূত্র বলছে অনিচ্ছাকৃত ভাবে সেই ভুলটা করে ফেলেছেন সদ্য মাতৃহারা অক্ষয় কুমার, সলমন খান, অজয় দেবগণ, রাকুল প্রীত সিং, মহারাজা রবি তেজা, ফারহান আখতার , অনুপম খের সহ তামিল ও হিন্দি ছবির ৩৮ জন তারকা।